খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০৭:২৭ পিএম
খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনো হাসপাতালে সিসিইউ–সংবলিত কেবিনে চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই।
শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় বিএনপির চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন, দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
গত ৮ জুলাই ভোররাতে অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে ঢাকায় বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
খালেদা জিয়ার চিকিৎসকরা জানান, সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা চলছে। মেডিকেল বোর্ডের সদস্যরা এখন দিনে দুই দফা বৈঠক করে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করছেন এবং সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছেন।
সপ্তাহ খানেকের ব্যবধানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হচ্ছে বিএনপি নেত্রীকে।
এর আগে হাসপাতালে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর ২ জুলাই গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। গত ২৫ জুন এভারকেয়ার হাসপাতালে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়।
উল্লেখ্য, ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।