×

রাজনীতি

আমির খসরু

সমাবেশ ভণ্ডুল করলেই আন্দোলন শেষ হয় না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৮:৩৬ পিএম

সমাবেশ ভণ্ডুল করলেই আন্দোলন শেষ হয় না

ছবি: সংগৃহীত

বিশ-ত্রিশ লাখ লোকের সমাবেশ ভন্ডুল করে কোনো আন্দোলন শেষ করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ২৮ অক্টোবরের সমাবেশে টিয়ার গ্যাস দিয়ে, গুলি করে সরকার আন্দোলন শেষ করতে পারেনি; আন্দোলন শেষ হয়ে যায়নি।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে গণতান্ত্রিক বাম ঐক্য, এনডিএম ও গণফোরামের সঙ্গে অনুষ্ঠিত বিএনপির লিয়াঁজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। তার সঙ্গে দলের নেতা বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন। 

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, অনেকে প্রশ্ন করেন যে, আন্দোলন আবার কবে শুরু হবে। কর্মসূচি আবার কবে হবে। একটা জিনিস পরিস্কার করা দরকার, আন্দোলন চলমান আছে।

তিনি বলেন, দেশের মানুষ ভোট কেন্দ্রে না গিয়ে এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। এই ৯৫ শতাংশ লোক আমাদের আন্দোলনে যুক্ত হয়েছেন। যারা ভোট কেন্দ্রে না গিয়ে ভোট প্রত্যাখ্যান করেছেন, তারা আজকে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। সুতরাং ২৮ অক্টোবরের সমাবেশ ভন্ডুল করে, ডামি নির্বাচন করে, ক্ষমতা দখল করে কেউ যদি মনে করে আন্দোলন শেষ হয়ে গেছে, তার চেয়ে বড় ভুল কিছু আর হতে পারে না।

আরো পড়ুন : বাংলাদেশে এখন আর কোনো কোটার প্রয়োজন নেই

বৈঠক প্রসঙ্গে আমির খসরু বলেন, চলমান যুগপত আন্দোলনে আরো গতি সৃষ্টি করার জন্য আমরা আজকে সহযোগী, সবাই মিলে কাজটা, আগামী দিনের কর্মসূচি প্রণয়ণে; দেশের বর্তমান প্রেক্ষাপটে সবাই মিলে; জনগণের চাহিদা পূরণে আমরা কী করতে পারি; এই আন্দোলনের সফল সমাপ্তি কীভাবে করতে পারি, সেটাও আলোচনা করেছি। বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা এ বিষয়ে আলোচনা করেছি। 

খসরু বলেন, আমাদের ঐক্যমত্য আগেই হয়েছে। আমাদের সবার রাস্তা একটা, আমাদের গন্তব্যস্থল একটাই। সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তি, গণতন্ত্রের মুক্তি। তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্রের মুক্তি আলাদা করা যাবে না। দুটো একসঙ্গে চলছে। বাংলাদেশের মানুষ এ ব্যাপারে ঐক্যবদ্ধ।

এরপর সাংবাদিকদের সামনে কথা বলেন গণতান্ত্রিক বাম ঐক্যের হারুন আল রশিদ খান, এনডিএম সভাপতি ববি হাজ্জাজ, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী। তারাও উল্লেখ করেন, চলমান আন্দোলন তারা সামনে এগিয়ে নেবেন। 

এ সময় কোটা সংস্কার আন্দোলন, ভারতের সঙ্গে করা সমঝোতা-স্মারক নিয়েও কথা বলেন বৈঠকে অংশ নেয়া নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বন্যার অজুহাতে মাছ-মাংসের বাজারে অস্বস্তি

বন্যার অজুহাতে মাছ-মাংসের বাজারে অস্বস্তি

সাগরে নিম্নচাপের সম্ভাবনা, বৃষ্টি বেড়ে কমতে পারে গরম

সাগরে নিম্নচাপের সম্ভাবনা, বৃষ্টি বেড়ে কমতে পারে গরম

মমতাকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দিলেন গভর্নর

মমতাকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দিলেন গভর্নর

ইতিহাসের পাতায় নিউজিল্যান্ড-আফগানিস্তান টেস্ট

ইতিহাসের পাতায় নিউজিল্যান্ড-আফগানিস্তান টেস্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App