১৯৯২ সালের যুবদল সভাপতি এখন যশোর এমএম কলেজের অধ্যক্ষ
জিয়াউর রহমান রিন্টু, চৌগাছা যশোর থেকে
প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ১১:৪৮ পিএম
ছবি: ভোরের কাগজ
ঝিনাইদহের মহেশপুর যুবদলের সাবেক সভাপতি মাহবুবুল হক খান যশোর সরকারি এমএম কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি ।
১৯৯২ সালে মাহাবুবুল ছিলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলা যুবদলের সভাপতি। সেই সময়ের যুবদলের ওই কমিটির সাধারণ সম্পাদক এবং বর্তমান মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস বিষিটি নিশ্চিত করেছেন। বর্তমান উপজেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. মাহফুজুল হক খান বাবু এই শিক্ষকের বড় ভাই । মাহবুবুল উপজেলার ১নং এসবিকে ইউনিয়নের সুন্দরপুর গ্রামের সন্তান।
কলেজ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার এমএম কলেজ যশোরের অধ্যক্ষ হিসেবে যোগদানের আগে অধ্যাপক মাহবুবুল হক খান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। তিনি যশোর সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান হিসেবেও দায়িত্বপালন করেছেন।
এদিকে মহেশপুর উপজেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্বপালনের বিষয়ে জানতে চাইলে তিনি সামনা-সামনি এসে কথা বলার জন্য অনুরোধ করেন। এক পর্যায়ে তার সেই কমিটির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাসের বক্তব্যের বিষয়ে জানালে তিনি বিভিন্নভাবে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে তার আপন বড় ভাই এ্যাড. মাহফুজুল হক খান বাবুর রাজনৈতিক পরিচয় তুলে ধরলে তিনি বলেন, গত বিশ বছর আমি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছি। তাই---যাহোক আপনি আসেন সামনা-সামনি বসে কথা বলবো।
অন্যদিকে অধ্যক্ষ হিসেবে যোগদানের পরে ওই দিন সন্ধ্যায় তিনি ক্যাম্পাস ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীদের নিয়ে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার এবং যশোর সদর উপজেলা চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টুকে তাদের অফিসে গিয়ে ফুলের শুভেচ্ছা জানান তিনি । বিষয়টি অধ্যক্ষ মাহবুবুল হক ভোরের কাগজকে নিশ্চিত করেছেন।