সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ৮৬তম জন্মদিন
চৌদ্দগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০২:৫৬ পিএম
সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ
সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ৮৬ তম জন্মদিন পালন করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টি।
এ উপলক্ষে সোমবার (১ জুলাই) উপজেলার চিওড়া ইউনিয়নের কাজী বাড়িতে (কাজী জাফরের বাড়িতে) আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির (জাফর) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী মো. নাহিদ।
আরো পড়ুন: ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, নির্দেশদাতাদের গ্রেপ্তার দাবি
উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ চৌধুরী পাশার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খবির আহমেদ মজুমদার, উপজেলা যুবসংহতির আহবায়ক কাজী শহীদ, মুন্সীরহাট ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক নুর হোসেন নুরু, আলকরা ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব আবুল কালাম আজাদ বাবুল, উপজেলা যুবসংহতির নেতা বিল্লাল হোসেন স্বপন, উপজেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি জাকির হোসেন প্রমুখ।
আলোচনা শেষে কাজী জাফর আহমেদের মাগফিরাত কামনা করে মিলাদ ও মধাহ্ন ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের তৃণমূলের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। ১৯৩৯ সালে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।