×

রাজনীতি

ভারতের লোকসভা নির্বাচনের প্রস্তুতি দেখার আমন্ত্রণ পেলো আ.লীগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৪, ০৪:৩৩ পিএম

ভারতের লোকসভা নির্বাচনের প্রস্তুতি দেখার আমন্ত্রণ পেলো আ.লীগ

ছবি: সংগৃহীত

ভারতে চলছে লোকসভা নির্বাচন। সাত ধাপে অনুষ্ঠেয় এই নির্বাচনের এরই মধ্যে দুই ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়ে গেছে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও প্রচারণা দেখানোর জন্য বিদেশি কিছু রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। এর মধ্যে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছে আওয়ামী লীগ।

বিজেপির নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণা পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে পাঠানো আমন্ত্রণপত্রে তারা আওয়ামী লীগের পক্ষ থেকে একজন প্রতিনিধি প্রেরণের জন্য অনুরোধ করেছে। এই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে দলের তথ্য ও গবেষণা সম্পাদক এবং সংসদ সদস্য ড. সেলিম মাহমুদকে আওয়ামী লীগ সভাপতি ভারত সফরে মনোনীত করেছেন।

এই সফরটি মূলত পাঁচ দিনের। ১ মে থেকে ৫ মে পর্যন্ত। এই সফরে আওয়ামী লীগ প্রতিনিধির সঙ্গে বিজেপির জ্যেষ্ঠ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। দিল্লির বাইরে বিজেপির নির্বাচনী প্রচারণা সরেজমিনে দেখানোর জন্য আওয়ামী লীগ প্রতিনিধিকে ছত্তিশগড়ে নিয়ে যাবেন দরটির নেতারা। ভারতের নির্বাচন ১৯ এপ্রিল শুরু হয়েছে, যা ১ জুন পর্যন্ত চলবে। ৪ জুন ভোটের ফলাফল ঘোষিত হবে।

উল্লেখ্য, ভারতের নির্বাচন ১৯ এপ্রিল শুরু হয়েছে, যা ১ জুন পর্যন্ত চলবে। ৪ জুন ভোটের ফলাফল ঘোষিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App