×

রাজনীতি

বিএনপি নেতা আতাউরের ৫ মামলায় জামিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ০৮:৫৮ পিএম

বিএনপি নেতা আতাউরের ৫ মামলায় জামিন

ছবি: সংগৃহীত

গত বছরের ২৮ অক্টোবর মহাসাবেশে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও পুলিশ হত্যাসহ নাশকতার ৫ মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী। জামিন পাওয়া পাঁচ মামলার মধ্যে রমনা থানার তিনটি ও পল্টন থানার দুটি মামলা রয়েছে। 

বুধবার (৬ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে এসব মামলায় জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। 

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাসমাবেশে নাশকতার ঘটনায় আতাউর রহমান ঢালীর বিরুদ্ধে মোট ৯টি মামলা হয়। ৫ মামলায় তিনি জামিন পেয়েছেন। 

আরো পড়ুন: জুজুর ভয় দেখিয়ে পশ্চিমা বিশ্বকে প্রতারিত করা যাবে না

এর আগে, নিম্ন আদালত থেকে দুটি ও উচ্চ আদালত থেকে একটি মোট ৮ মামলায় জামিন পেলেন। বৃহস্পতিবার (৭ মার্চ) বাকি মামলায় তার জামিন শুনানি হবে। ওই মামলায় জামিন পেলে তার মুক্তিতে বাধা থাকবে না। 

গত বছরের ২১ নভেম্বর দুপুর ২টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আতাউর রহমান ঢালীকে গ্রেপ্তার করা হয়। এরপর রিমান্ড শেষে তিনি কারাগারে আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App