×

জাতীয়

প্রধানমন্ত্রী

বাংলাদেশ আর কখনো পেছনে ফিরে তাকাবে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪২ পিএম

বাংলাদেশ আর কখনো পেছনে ফিরে তাকাবে না

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বাংলাদেশ আর কখনো পেছনে ফিরে তাকাবে না। উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে আমরা সামনের দিকে এগিয়ে যাবো।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সফিপুর আনসার একাডেমিতে ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৪৪তম জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, ২০৪১ সালের মধ্যে আমরা ক্ষুধা-দারিদ্রমুক্ত স্মার্ট সোনার বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ করবো।  জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সহনীয় নিরাপদ, সমৃদ্ধশালী ব-দ্বীপ গড়ার লক্ষ্য নিয়ে শতবর্ষ মেয়াদি ডেল্টা প্ল্যান প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, দেশের প্রতিটি মানুষ যেন সুরক্ষিত থাকে, উন্নত জীবন পায় এবং প্রত্যেকে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সেজন্য আমরা কাজ করছি। বিশেষ করে আমাদের তরুণ সমাজ, তারাই হবে আমাদের স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, গ্রাম পর্যায়ে মানুষের কর্মসংস্থানে, গ্রামভিত্তিক আপনারা আরও দক্ষতার সঙ্গে মানুষকে সম্পৃক্ত করে কাজ করে যাবেন। যা দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রেখে যাবে।

প্রধানমন্ত্রী বলেন, আনসারকে চৌকস আধুনিক ও স্মার্ট  বাহিনীতে পরিণত করতে কাজ করে যাচ্ছে সরকার। ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের আনসার বাহিনী প্রশংসার দাবিদার। এই বাহিনীর কাজ দেশের যেকোন পরিস্থিতি মোকাবেলায় জাতির মনোবলকে দৃঢ় করেছে।

জন-নিরাপত্তা রক্ষায় যে কোন অশুভ তৎপরতা মোকাবেলায় আনসার বাহিনীর সদস্যদের সজাগ থাকার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে সবাইকে আন্তরিক ভাবে অবদান রাখতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App