×

রাজনীতি

'মশা মারতে ৬০ কোটি টাকা বরাদ্দ'

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৮ পিএম

'মশা মারতে ৬০ কোটি টাকা বরাদ্দ'

ছবি: সংগৃহীত

চলতি অর্থবছরে মশা মারতে মোট ৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। ডেঙ্গু মোকাবিলা, পরিচ্ছন্ন কার্যক্রম ও প্রচারে খাতে সিটি কর্পোরেশনের অনুকূলে ৪০ কোটি এবং পৌরসভাগুলোতে ২০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানান তিনি।

রবিবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে এম. আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

তাজুল ইসলাম জানান, সারা দেশে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধের জন্য সিটি কর্পোরেশনসহ সারাদেশে কাজ চলছে। ২০২১ সালে ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জাতীয় নির্দেশিকা’ দেয়া হয়েছে। 

নির্দেশিকায় সিটি কর্পোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সব অংশীজনের বার্ষিক কর্মপরিকল্পনা এবং দায়িত্ব সুনির্দিষ্ট করা হয়েছে। এসব বিষয় স্থানীয় সরকার সমন্বয় ও মনিটরিং করেন।

তিনি জানান, সব শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা ও চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ সচেতনতা বাড়ানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া, প্রতি শুক্রবার জুমার নামাজের খুতবার সময় মসজিদে ইমামের মাধ্যমে ডেঙ্গু রোগ সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App