×

রাজনীতি

শুক্র ও শনিবার দেশব্যাপী সিপিবির বিক্ষোভ সমাবেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০২ পিএম

শুক্র ও শনিবার দেশব্যাপী সিপিবির বিক্ষোভ সমাবেশ

ছবি: সংগৃহীত

প্রহসনের এ ডামি নির্বাচন বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ এক গুচ্ছ দাবিতে আগামীকাল শুক্রবার এবং আগামী শনিবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলটি এ তথ্য জানিয়েছে।

আরো পড়ুন: বিএনপি নির্বাচন বর্জন করেছে, জনগণ লাল কার্ড দেখিয়েছে

বিবৃতিতে সিপিবি বলেছে, প্রহসনের এ নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। রেশনিং ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু, খেলাপি ঋণ ও বিদেশে পাচার হয়ে যাওয়া টাকা উদ্ধার, দুর্নীতি-লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, ন্যূনতম জাতীয় মজুরি নির্ধারণ, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণ, ক্ষেতমজুরসহ সবার কাজের নিশ্চয়তা, বিদ্যুৎ, গ্যাস, পানির দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধ করাসহ দেশের অর্থনৈতিক ও জনজীবনের সংকট দূর করার দাবিতে বিক্ষোভ-সমাবেশে করা হবে। এসময় দেশবাসীকে এ বিক্ষোভ সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছে দলটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App