×

রাজনীতি

প্রথমবার এমপি প্রথম বাবা হওয়ার মতো অনুভূতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ১২:৫৫ পিএম

প্রথমবার এমপি প্রথম বাবা হওয়ার মতো অনুভূতি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মৃহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক। স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি জাফর আলমকে হারিয়ে নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম (হাতঘড়ি)। 

ইব্রাহিম শপথ নিতে গিয়ে সংবাদ মাধ্যমকে বলেন, প্রথমবার এমপি হওয়া প্রথমবার পিতা হওয়ার মতো ভালো লাগছে। বুধবার (১০ জানুয়ারি) সকালে শপথ নিতে জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেন তিনি। প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আল্লাহর শুকরিয়া, ভোটারদের প্রতি ধন্যবাদ। প্রথমবারের মতো এমপি হয়েছেন। কেমন লাগছে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রথমবার এমপি হলে ভালোই লাগে। প্রথমবার পিতা হবার মতো।’

এসময় সাংবাদিক ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এতো সংক্ষেপে তাড়াহুড়া করে বলার তো প্রয়োজন নেই, পরে (বলব) ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিপুল ভোটে বিজয়ী হন তিনি। তার প্রাপ্ত ভোট ৮১ হাজার ৯৫৫। পরাজিত হন স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জাফর আলম (ট্রাক গাড়ি)। তার প্রাপ্ত ভোট ৫২ হাজার ৯৮৬।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App