×

রাজনীতি

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে সংসদ সদস্য হলেন ড. সেলিম মাহমুদ

Icon

রাকিবুল হাসান, কচুয়া (চাঁদপুর)

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ০৫:১৩ এএম

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে সংসদ সদস্য হলেন ড. সেলিম মাহমুদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে সংসদ সদস্য হলেন ড. সেলিম মাহমুদ। বিশ্ব বিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপকের চাকরির ১৬ বছর বাকী থাকতে চাকরি ছেড়ে দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। নির্বাচিত হন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক। মনোনয়ন পেয়ে প্রথমবারের মত নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন সংসদ সদস্য।

সারাদেশের ন্যায় চাঁদপুর-১ কচুয়া আসনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ১০৯টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এই ভোট গ্রহণ সম্পন্ন হয়। 

ফলাফলের দিক থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক ড.সেলিম মাহমুদ (নৌকা) পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৩৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এর প্রার্থী মো. সেলিম প্রধান (চেয়ার) পেয়েছেন ৫ হাজার ৭ শত ৩৮ ভোট।

ভোটের শতকরা হার ৫০.১৮ শতাংশ। নির্বাচনে মোট ভোটার ছিল ৩ লাখ ২৫ হাজার ৭৫৯ জন।  

টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App