×

রাজনীতি

সংসদ নির্বাচন

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আবারো জয়ী উবায়দুল মোকতাদির চৌধুরী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ১০:২৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আবারো জয়ী উবায়দুল মোকতাদির চৌধুরী

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনে বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ১৯২ কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে মোকতাদির চৌধুরী ১ লাখ ৫০ হাজার ৯৫৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ৬১ হাজার ৩৫৪ ভোট পেয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগ, বিএনএম, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অন্যরা হলেন: বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) জামাল রানা-(নোঙ্গর প্রতীক), ইসলামী ফ্রন্টের সৈয়দ মো. নূরে আজম (মোমবাতি প্রতীক), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মো. আবদুর রহমান খান (মশাল প্রতীক), বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মাওলানা মুজিবুর রহমান হামিদী (বটগাছ প্রতীক), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সৈয়দ মাকসুদুল হক আক্কাছ (আম প্রতীক) ও বাংলাদেশ সুপ্রিম পার্টির সোহেল মোল্লা (একতারা প্রতীক)।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মোট ভোটার ছয় লাখ ২১ হাজার ৫৮৪ জন। এর মধ্যে সদর উপজেলায় চার লাখ ১৩ হাজার ৯৩২ জন এবং বিজয়নগর উপজেলায় দুই লাখ ৭ হাজার ৬৫২ জন।

টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App