×

রাজনীতি

মেহেরপুরের দুটি আসনের ফলাফল

ফরহাদের হ্যাটট্রিক, নতুন মুখ নাজমুল

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৮:৫৪ পিএম

ফরহাদের হ্যাটট্রিক, নতুন মুখ নাজমুল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিপুল ভোটে জয়লাভ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ নিয়ে তৃতীয়বারের মত দলীয় প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি। 

এর আগে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে জয়লাভ করেছিলেন ফরহাদ। ৭ জানুয়ারি দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

এতে ফরহাদ হোসেন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৯৪ হাজার ৪০৩ টি ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আবদুল মান্নান ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭ হাজার ৬৮২ টি ভোট, মোট ভোটার ৩ লাখ ৩৭ জন। 

বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক শামীম হাসান। মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা নিয়ে মেহেরপুর ১ আসন। ১১৭টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

অন্যদিকে মেহেরপুর ২ আসনে প্রথমবার নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এএসএম নাজমুল হক। গাংনী উপজেলা নিয়ে ২ আসন। ৯০ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

এতে নৌকা প্রতিক নিয়ে নাজমুক হক পেয়েছেন ৭২ হাজার ৭২৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯ হাজার ৫৯৩ ভোট, মোট ভোটার ২ লাখ ৫৫ হাজার ৯২৯ জন। এ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App