×

রাজনীতি

ভোট বর্জনের আহ্বানে রাজধানীতে লিফলেট বিতরণ এ্যাব‘র

Icon

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৪, ০৮:১১ পিএম

ভোট বর্জনের আহ্বানে রাজধানীতে লিফলেট বিতরণ এ্যাব‘র

ছবি: ভোরের কাগজ

চলতি মাসে (৭ জানুয়ারি) অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটদানে বিরত থাকার আহ্বান জানিয়ে রাজধানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে প্রকৌশলীদের সংগঠন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরের দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দোকানদার, পথচারীসহ জনসাধারণের মধ্যে লিফলেট ও গণসংযোগ করে সংঘটনটি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের- বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব সাংবাদিক কাদের গণি চৌধুরী, এ্যাব‘র সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, মহাসচিব প্রকৌশলী হাছিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নু, এ্যাব ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক প্রকৌশলী মাহবুব আলম, এ্যাব‘ সহ-সভাপতি প্রকৌশলী তানভীর হাসান তমাল, প্রকৌশলী মোতাহার হোসেন, প্রকৌশলী আবু হোসেন হিটলু, প্রকৌশলী আহসান রাসেল, প্রকৌশলী কামরুল হাসান সাইফুল, প্রকৌশলী নুর আমিন লালন, প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী, প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, প্রকৌশলী ফারজাদ খান মিরন, প্রকৌশলী জহিরুল ইসলাম জনি, প্রকৌশলী গোলাম রহমান রাজিব, প্রকৌশলী মো. হানিফসহ অন্যান্য পেশাজীবী নেতৃবৃন্দ।

নেতাকর্মীরা জনগণের হাতে লিফলেট তুলে দিয়ে বলেন, আগামী ৭ জানুয়ারি দেশে কোনো নির্বাচন হবে না। ভোট আগেই নির্ধারণ করা হয়েছে কে এমপি হবেন। এখন শুধু বাকি ফলাফল ঘোষণার। সুতরাং ওইদিন আপনারা কেও ভোট কেন্দ্রে যাবেন না। বরং তারচেয়ে সবাই নিজ নিজ পরিবারের সদস্যদের সময় দিবেন।

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App