×

রাজনীতি

অশ্রুসিক্ত কণ্ঠে প্রধানমন্ত্রীর স্মৃতিতে সহোদর শেখ কামাল 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২০, ০১:১৯ পিএম

অশ্রুসিক্ত কণ্ঠে প্রধানমন্ত্রীর স্মৃতিতে সহোদর শেখ কামাল 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শেখ কামাল বলতো, আপা, তোমার আব্বুকে একটু আব্বু বলি! ছোটবেলা থেকেই খুব দায়িত্বশীল ছিল। আবাহনী ও স্পন্দন শিল্পগোষ্ঠী গড়ে তুলেছিল। আমাদের বাড়িতে যারা যেত। তারাই কামালের বুকে গুলি চালালো।

বুধবার (৫ আগস্ট) শেখ কামালের জন্মদিনে জাতীয় ক্রীড়া পরিষদের আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে মুক্তিযোদ্ধা শেখ কামাল ক্রীড়াবিদ, সংস্কৃতি কর্মী, সেতার বাদক ছিলেন।

শেখ কামালের স্মৃতি তুলে ধরে অশ্রুজড়িত কণ্ঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একসাথে আমরা বেড়ে উঠেছি। কি নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয়েছে। আমার বাবা যিনি দেশ স্বাধীন করেছেন, জীবন উৎসর্গ করেছেন দেশের জন্য। নেপথ্যে সাহস দিয়েছেন আমার মা। ২১ বছর আমি বিচার পাইনি।

আলোচনা শেষে শেখ কামালকে নিয়ে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন শেখ হাসিনা। এরপর মোনাজাত অনুষ্ঠিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App