×

রাজনীতি

নতুন মোড়কে জামায়াত!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২০, ০৯:৫৬ এএম

নতুন মোড়কে জামায়াত!

এবি পার্টি

বিশ্লেষকদের মতে, নতুন দল গঠনের ঘোষণা দেশের বিরুদ্ধে জামায়াতিদের আরেকটি চাল
আতঙ্কে কাঁপছে পুরো দেশ, জীবন ও জীবিকা নিয়ে মানুষ বিপর্যস্ত, স্থবির হয়ে আছে রাজনীতি- সবার নজর মহামারি করোনা মোকাবিলায়। সেই সুযোগে মোক্ষম চাল চেলেছে স্বাধীনতাবিরোধী জামায়াত। দলটির কথিত ‘সংস্কারপন্থি’ কিছু নেতা নতুন নামে মাঠে নামার ঘোষণা দিয়ে কৌতূহল ও বিস্ময়ের সৃষ্টি করেছেন দেশের রাজনৈতিক অঙ্গনে। ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি) নামে দল গঠনের ঘোষণা দিয়ে বলেছেন, ‘মুক্তিযুদ্ধের অঙ্গীকার’ বাস্তবায়ন করতে চান তারা। এই দলের সদস্য সচিব হয়েছেন সাবেক জামায়াত নেতা ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। আর আহ্বায়ক হয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব জামায়াতে ইসলামী থেকে পদত্যাগকারী এ এফ এম সোলায়মান চৌধুরী। লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের সময় ফেনী জেলার ডিসি ছিলেন তিনি। পরে খালেদা জিয়ার সরকারের সময় সচিব হন। বিজয়নগরে ‘সায়হাম স্কাই ভিউ’ টাওয়ারে গতকাল শনিবার সকালে ‘জন আকাক্সক্ষার বাংলাদেশ’র কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন দলের নাম ঘোষণার পাশাপাশি ২২২ সদস্যের একটি আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়। বিশ্লেষকরা একে বাংলাদেশের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ও সংবিধানের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মনে করছেন। তারা বলছেন, দেশে সরকার ও জনগণ একসঙ্গে যেখানে করোনার মোকাবিলা করছে সেখানে এ ধরনের রাজনৈতিক দলের জন্ম দেয়া উদ্দেশ্যপ্রণোদিত। এই এবি পার্টিও আসলে নতুন মোড়কে জামায়াত ছাড়া কিছুই নয়। ভুল মতাদর্শ ও মিথ্যা তথ্য দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করাই হচ্ছে জামায়াতিদের কাজ। ১৯৪১ সাল থেকে তারা একের পর এক এমন কাজ করে আসছে। যতই তারা জামায়াত থেকে বের হয়ে আসার কথা বলুক না কেন, তারা তো জামায়াতই। আরেকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। এত জামায়াতেরই আরেক রূপ। এই রূপকে এখনই প্রতিহত করতে হবে, নতুবা বাংলাদেশের বড় ক্ষতি হয়ে যাবে বলে আশঙ্কা করেন সচেতন মহল। জানতে চাইলে লেখক, সাংবাদিক ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর ভোরের কাগজকে বলেন, এখন দলবাজির সময় নয়। তবুও তারা যা করেছে তা ভয়ঙ্কর ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। আমি এই কাজের জন্য তাদের প্রতি নিন্দা জানাচ্ছি। তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা সংবিধানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করাই তাদের কাজ। হঠাৎ করে তারা নাম পরিবর্তন করলেও তারা জামায়াত এবং জামায়াতই থাকছে তারা। মানুষকে প্রতারিত করার জন্য তারা এটা করছে। আমি বলব, জামায়াতিদের প্রতারণার ফাঁদে পা দেবেন না। এদের বিষয়ে সতর্ক থাকবেন। পরিস্থিতিকে কাজে লাগিয়ে ওরা অনলাইনে কোথায় কি করছে তা সরকারকে কঠোরভাবে দেখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ড. শান্তনু মজুমদার এ বিষয়ে ভোরের কাগজকে বলেন, তাদের পুরনো রেকর্ড দেখে এটা নিশ্চিত হওয়ার কোনো কারণ দেখি না, নতুন দলটির জন্ম কোনো ভালো কাজের জন্য হয়েছে। তারা যে সংগঠন থেকে বেরিয়ে এসেছেন সেটি কখনোই বাংলাদেশ, মুক্তিযুদ্ধ কিংবা সংবিধানের প্রতি অনুগত ছিল না। তারা সবসময় বাংলাদেশের বিরোধিতা করেছে এবং খুব সম্ভবত এরাও করবে। সবমিলিয়ে আমার মতে, তাদের জন্মের মধ্য দিয়ে এটিই বোঝা যাচ্ছে- বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সংখ্যা আরেকটু বেড়েছে। সংগঠনের ২২২ সদস্যের আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার- এই তিন মূলনীতির ভিত্তিতে জন আকাক্সক্ষার বাংলাদেশ পুনর্গঠনে নতুন রাজনৈতিক দল ‘আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টি) আত্মপ্রকাশ। তিনি বলেন, অকার্যকর রাষ্ট্রের পুনর্গঠনের জন্যই দরকার নতুন রাজনীতি। গত বছরের ২৭ এপ্রিল জন আকাঙ্খার বাংলাদেশ-স্লোগানে নতুন রাজনৈতিক মঞ্চের ঘোষণা দিয়েছিলেন জামায়াতে ইসলামীর সংস্কারপন্থিরা। ওইদিন ‘স্বাধীন সত্তার বিকাশে অধিকার ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি’ শিরোনামে ছয় পৃষ্ঠার ঘোষণাপত্র পাঠ করেন মঞ্চের সমন্বয়ক জামায়াতে ইসলামীর সাবেক নেতা মজিবুর রহমান মঞ্জু। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই সময় মজিবুর রহমান বলেন, জন আকাঙ্খার বাংলাদেশ জনগণের আকাক্সক্ষার প্রতীক হিসেবে কাজ করবে। এটি জামায়াতের বিকল্প কোনো দল কিনা- জানতে চাইলে তিনি বলেন, না, এটি একেবারেই স্বতন্ত্র একটি দল হিসেবে আত্মপ্রকাশ করবে। আমরা সব দলের লোকদেরই এখানে আমন্ত্রণ জানাব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App