×

রাজনীতি

‘জাকের পার্টি জনগণের পাশেই আছে’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ০৩:০৪ এএম

‘জাকের পার্টি জনগণের পাশেই আছে’
জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার নানা সময়ে রাজনৈতিক সংকট কিংবা প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্ট সঙ্কটকালীন সময়ে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের ভূমিকার প্রশংসা করে বলেছেন, উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখার চ্যালেঞ্জ মোকাবেলায় জাকের পার্টি জনগণের পাশেই আছে। অতীত ইতিহাস বলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সঙ্কট নিরসনে জাকের পার্টি চেয়ারম্যান কখনোই পিছিয়ে থাকেননি। অতীতে গণতন্ত্রের সংকটে কোন স্বার্থ বিবেচনা না করেই মোস্তফা আমির ফয়সল দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। শনিবার দুপুরে যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত যশোর-৩ আসনের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। নির্বাচনের আগে তৃনমূলে নবোদ্যম তৈরিতে এ কাউন্সিলে দারুণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন শামীম হায়দার। তিনি আরও বলেন, জাকের পার্টি আদর্শ কেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাস করে, ক্ষমতা কেন্দ্রিক নয়- সে প্রমাণ গত তিন যুগে বাংলার মানুষ পেয়েছে। ৩০০ সংসদীয় আসনে জাকের পার্টির প্রার্থী বাছাইয়ের কাউন্সিল চলছে, কারণ আমরা জাকের পার্টি দেশের রাজনীতিতে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে চাই। সংসদীয় ব্যবস্থা সুদৃঢ় করার লক্ষ্যে জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই। জাকের পার্টির মহাসচিব বলেন, মহাসচিব শামীম হায়দার বলেন, জাতীয় স্বার্থ বিঘ্নিত হয়, উন্নয়নের ধারা বাধাগ্রস্ত হয় এমন রাজনীতি জাকের পার্টি করে না। দেশ ও জাতিস্বার্থ বিরোধী কর্মকাণ্ড নয়, জাতির জন্য সুফল বয়ে আনতে পারে, এমন রাজনীতির বিকাশ চায় জাকের পার্টি। তাই দেশ প্রেমিক সকলের উচিত গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কাজ করা। কাউন্সিলে সভাপতিত্ব করেন যশোর সদর উপজেলা জাকের পার্টি সভাপতি ওমর ফারুক। স্বাগত বক্তৃতা করেন যশোর জেলা জাকের পার্টি সভাপতি হাজী মহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাকের পার্টির কেন্দ্রীয় নেতা শেখ নজরুল ইসলাম লিটন, রবিউল ইসলাম রবি, দেলোয়ার হোসেন, কৃষক মহীউদ্দীন, মুফতি শরীফুল ইসলাম সাঈফী, বিপ্লব বনিক, রশিদ হাওলাদার, হাফেজ কাওসার প্রমুখ। জাকের পার্টি, সহযোগী সংগঠন, মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্টের বিপুল সংখ্যক নেতা-নেত্রী কাউন্সিলে অংশগ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App