×

রাজনীতি

গুজব রটনাকারীদের কঠোর শাস্তি চাইলেন সুবর্ণা মুস্তাফা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২৩, ০৯:২৪ পিএম

গুজব রটনাকারীদের কঠোর শাস্তি  চাইলেন সুবর্ণা মুস্তাফা
  • সংস্কৃতিকে বাজেটের অগ্রাধীকার তালিকায় অন্তর্ভুক্তির দাবি
সংরক্ষিত আসনের এমপি সুবর্ণা মুস্তাফা বলেছেন, এদেশে বর্তমানে একটা গুজব কালচারের অবির্ভাব ঘটেছে। সে গুজবের আকার আকৃতি হাস্যকর এবং বিশেষ ক্ষতিকর। আর একটি বড় গুজব হচ্ছে আমার এনআইডি থাকলে ২ হাজার টাকা ট্যাক্স দিতে হবে, যারা টিন এবং এনআইডির পার্থক্য বোঝে না তাদেরকে নিয়ে কি বলা যায়। এগুজবের একটা ভয়াবহ দিকও আছে, ধর্ম নিয়ে গুজব ছড়িয়ে সংখ্যা লঘুদের বিপদগ্রস্থ করা হয়। রামু , নাসিম নগর আমাদের সামনে উদাহরণ। এদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করে না, বঙ্গবন্ধুর হত্যাকারী সেই কুচক্রি মহল ও তার দোষরা এসব গুজবের জন্ম দাতা। আর নির্বাচনের সময়ে তো তাদের পোয়া বারো, তারা আহ্লাদে আটখানা। ইউটিউব ফেসবুকের মাধ্যমে এ গুজব ছড়ানো হচ্ছে। যারা বিদেশে থেকে সারাক্ষণ ইউটিউবে থেকে এসব গুজব ছড়াচ্ছে। এদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে ব্যাপক ব্যবস্থা নিয়ে এসব আগাছার গোড়া থেকে কেটে ফেলতে হবে। এরা তো সর্বক্ষণ লেগে আছে বাংলাদেশকে কিভাবে হেয় করবে। শক্ত হাতে মনে হয় হালটা ধরা উচিৎ। মঙ্গলবার (২০ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটের ওপর আলোচনায় তিনি এসব কথা বলেন। সুবর্ণা আরও বলেন, বঙ্গবন্ধু হত্যাকারী প্রধান অপরাধীদের বিচার শেষ করেছেন প্রধানমন্ত্রী মেখ হাসিনা, রাজাকারদের বিচার হচ্ছে। তিনি বিশ্ব নেতৃত্বের কাছে বার বার প্রশংসিত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কানাডার প্রধানমন্ত্রী জার্সিন ট্যুটো, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিকে উদাহরণ হিসেবে চিহ্নিত করেছেন। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক প্রজ্ঞা, সুশাসন, দৃঢ়তাকে অনুকরণীয় বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এদেশের মানুষ ভীষণভাবে অসাম্প্রদায়িক, কিন্তু অসাম্প্রদায়িক বাংলাদেশের একমাত্র বাঁধা এই মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, সাম্প্রদায়িকতা শক্তি। যারা বিভিন্ন ভাবে গুজব সৃষ্টি করে সাম্প্রদায়িকতার বিষবাষ্প সৃষ্টি করে চলেছে। একটি দেশের সংস্কৃতি সেই দেশের পরিচয়। আমাদের রয়েছে হাজাার বছরের সংস্কৃতি। তা দিয়ে এ কুচক্রিমহলকে পরাহত করতে হবে। তাই সংস্কৃতিকে বাজেটের অগ্রাধীকার তালিকায় অন্তর্ভুক্তি করার দাবি করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App