×

রাজনীতি

খুলনা বিএনপির ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ০৮:১০ পিএম

খুলনা বিএনপির ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ছবি: ভোরের কাগজ

খুলনায় আওয়ামী লীগের ৬নং ওয়ার্ড অফিস ভাঙচুরের ঘটনায় বিএনপির দুই শত নেতাকর্মীর বিরুদ্ধে দৌতলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) বিকালে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মোফাক্কের হোসেন বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।

জানা যায়, ২২ অক্টোবর খুলনা ডাকবাংলা মোড়ে মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে বিভাগীয় গণসমাবেশে অংশ নিতে সকাল ১০টায় ফুলতালা এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি খুলনা-যশোর মহাসড়ক হয়ে নতুন রাস্তা মোড় এলাকায় পৌছায় । এ সময় বিএনপির কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের চেয়ার, টেবিলসহ কাঠের তৈরি নৌকা ও একটি মোটর সাইকেল ভাঙচুর করে।

এ ঘটনায় ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫০/২০০ জনকে আসামি করে দৌলতপুর থানা একটি এজাহার দায়ের করা হয়।

এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি কামাল হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা কাজী মোফাক্কের হোসেনের স্বাক্ষরিত ২০০ জনের বিরুদ্ধে একটি অভিযোগ রবিবার বিকালে থানায় জমা দেয়া হয়। সেই অভিযোগ আমলে নিয়ে একটি মামলা রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App