×

ছবি

জাতীয় প্রেসক্লাবে পিঠা ও বাউল উৎসব!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ১২:৪২ পিএম

১ / ১১
জাতীয় প্রেসক্লাবে পিঠা ও বাউল উৎসব!

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো পিঠা ও বাউল উৎসব।

২ / ১১
জাতীয় প্রেসক্লাবে পিঠা ও বাউল উৎসব!

ক্লাবের সদস্য ও তাদের পরিবারের জন্য দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়।

৩ / ১১
জাতীয় প্রেসক্লাবে পিঠা ও বাউল উৎসব!

উৎসব উপলক্ষে প্রেসক্লাব চত্বর সবার পদচারণায় মুখরিত হয়ে ওঠে এবং এক আনন্দ মেলায় রূপ নেয়।

৪ / ১১
জাতীয় প্রেসক্লাবে পিঠা ও বাউল উৎসব!

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্তসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারবর্গকে স্বাগত এবং শুভেচ্ছা জানান।

৫ / ১১
জাতীয় প্রেসক্লাবে পিঠা ও বাউল উৎসব!

কাল ১০ টা থেকে দুপুর বারোটা পর্যন্ত প্রেসক্লাবের কাবাব চত্বরে এই উৎসব চলে।

৬ / ১১
জাতীয় প্রেসক্লাবে পিঠা ও বাউল উৎসব!

সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ‘জাতীয় প্রেসক্লাব প্রতি বছরই পিঠা ও বাউল গানের উৎসব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারো এই আয়োজন করা হয়েছে।’

৭ / ১১
জাতীয় প্রেসক্লাবে পিঠা ও বাউল উৎসব!

সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘শীতকালে পিঠা খাওয়া আবহমান বাংলার একটি ঐতিহ্য। এই ঐতিহ্য অনুসরণে জাতীয় প্রেসক্লাব বরাবরই অগ্রগামী ভূমিকা পালন করে। ক্লাবের সদস্যদের জন্য তাই পিঠা উৎসবের আয়োজন করা হয়ে থাকে। এই উৎসবকে আনন্দঘন পরিবেশে রূপ দেয়ার জন্য আমি ক্লাবের সদস্য ও তাদের পরিবারবর্গকে আন্তরিক শুভেচ্ছা জানাই।’

৮ / ১১
জাতীয় প্রেসক্লাবে পিঠা ও বাউল উৎসব!

অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

৯ / ১১
জাতীয় প্রেসক্লাবে পিঠা ও বাউল উৎসব!

শীতের সকালে একদিকে পিঠা খাওয়ার ধুম, অন্যদিকে চলে বাউল গান। জাতীয় প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা পিঠা খাওয়ার পাশাপাশি উপভোগ করেন বাউল শিল্পীদের মন রাঙানো গান।

১০ / ১১
জাতীয় প্রেসক্লাবে পিঠা ও বাউল উৎসব!

উৎসবে ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, মালপোয়া, লবঙ্গ লতিকা, ক্ষীরক কুলি পিঠা, নকশী পিঠা, পাকন পিঠা, সুন্দরী পাকুনসহ নানা ধরনের দেশীয় পিঠা স্থান পায়।

১১ / ১১
জাতীয় প্রেসক্লাবে পিঠা ও বাউল উৎসব!

এসময় বাউল গান পরিবেশন করেন সমীর বাউল, সরদার হীরক রাজা, লুবনা ইয়াসমিন দোয়েল, শেখ সুলতানা, লামিয়া মুসকানসহ আরো অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App