×

সাময়িকী

যে আসবে বলেছিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০০ পিএম

নির্জনতার বন্ধু এসে শুধু কানে কানে কত কি কথা বলে, ঐ দূরের নীলাকাশের মেঘমালায় কুয়াশার প্রেমে মগ্ন পৌষের সকাল ভালোবাসা ছানাকাটা দুধজল আবছা আঁধারে মিশে যায় চশমার ঘোলা কাচ দেখে গাঁয়ের মানবি হাসে ধানকাটা নাড়ার আগুনে কচ্ছপের ডিম ফুটে খায় অজগর সাপ আর পোড়ে রায় পোড়া গন্ধ ছড়ায় কষ্ট নিঃশ্বাস ভীষণ পৌষের সেদিন। পাখিরা ছেড়েছে নীড় কুয়াশার আঁধারে একাকী শিউলি ছেড়েছে গাছের শাখার বাসা ভালোবাসা চোখে টলমল জল যে গেছে সে তো গেছেই তবু স্মৃতি শুধু কেঁদে মরে নির্জন দীর্ঘশ্বাসে একাকী যে আসবে বলেছিল সে তো আসেনি তবুও তার কান্নাজলে পাথর প্রতিমা ভাসে পূজারই ভুলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App