×

সাময়িকী

পক্ষপাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০, ০৮:৩৮ পিএম

মানুষের পক্ষপাতের কথা তুমি বলেছো আজীবন অথচ আকাশের ওই চাঁদটাকেও আমার নিরপেক্ষ মনে হয় না তেমন। দেখেছি- কোনো কোনো রাত কেমন চন্দ্রালোকিত। চাঁদের বাড়ি থেকে জোছনার মতো রূপকথা ঝরে ঝরে পড়ে কারো কারো জানালায়। কেউ কেউ সে আলোয় কেমন রূপকথার রাজকন্যা। আবার- কোনো কোনো রাত যেন প্রেতের মতন। অন্ধকারকে সারারাত গাছেরা বিষণ্ণতার গল্প বলে। কেউ কেউ পাতাকুড়োনি মেয়ে গাছেদের দুঃখ কুড়ায় ভালোবেসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App