×

সাময়িকী

মৃত্যুহীন প্রাণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০১৯, ০৭:৪২ পিএম

আমি এখন ধানমণ্ডির বত্রিশ নম্বরে দাঁড়িয়ে আছি আমার কানে বাজছে এক স্পষ্ট আহাজারি- মৃত্যু চিৎকার করে বলছে, আমি হেরে গেছি- আমি হেরে গেছি আমার যত আস্ফালন- এতদিন বুক ফুলিয়ে যে আস্ফালন দেখিয়েছি, তা শুধু এই এক জায়গাতেই আমাকে পর্যুদস্ত করেছে- আমাকে পরাজিত করেছে মৃত্যু থরথর করে কাঁপছে- তার কণ্ঠ দিয়ে কথা সরছেই না সে বলতে চাচ্ছে, এত রথী-মহারথী- এত এত লোক নিধন করেছি শুধু একজনের মৃত্যু আমাকে বড় বিচলিত করেছে যেখানে আমি অসহায়, আমার সব জারিজুরি মুখ থুবড়ে পড়ে আছে! আমি মারতে পারিনি, আমি নিঃশেষ করতে পারিনি একটি প্রাণ- মৃত্যুহীন যিনি এসেছিলেন এই বাংলায় সবুজ শ্যামলীমা ঘেরা সোনালি এক ভূখণ্ডে হাতের মুঠোয় প্রাণ নিয়ে ঘুরে বেড়িয়েছেন শত্রুর ডেরায় ডেরায় মুক্তিমন্ত্রে দিক্ষিত তিনি নিয়তির সাথে শলা-পরামর্শ করে করে এঁকেছিলেন ছক তারপর বাহান্ন এলো তারপর ঊনসত্তর এলো তারপর এলো একাত্তর- বদলে গেলো একটি ভাষা বদলে গেলো একটি জনপদ- উত্তাল হলো জনসমুদ্র তারপর বদলাতে শুরু করলো একটি দেশ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পুরোপুরি বদলে গেল একটি মানচিত্র লাল সবুজের এই পবিত্র মানচিত্র হাতে দাঁড়িয়ে আছেন পিতা যাঁর কোনো মৃত্যু নেই পরাজিত মৃত্যু তার পায়ের ভৃত্য হয়ে আগলে ধরে আছে তাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App