×

পুরনো খবর

রূপচর্চায় লেবুর কিছু ব্যবহার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:০২ পিএম

রূপচর্চায় লেবুর কিছু ব্যবহার
শুধু সুগন্ধি ফল হিসেবেই নয়, ত্বকের যত্নেও লেবুর রয়েছে সমান কদর। ত্বক পরিষ্কার রাখতে লেবুর বিকল্প নেই। ব্রণ কমাতেও লেবুর রসের গুরুত্ব অনেক। এছাড়া চুলের সতেজতা বাড়াতেও রয়েছে লেবুর ভূমিকা। চলুন জেনে নেই রূপচর্চায় লেবুর কিছু ব্যবহার- ত্বক পরিস্কার করতে : লেবুর রসের সাথে মধু/ কাচা দুধ/ কাচা হলুদ বাটা/ মিশিয়ে নিয়মিত মুখে দিলে ত্বক পরিষ্কার থাকে। ত্বকের তেলতেলে ভাব দূর হয় মুখ উজ্জ্বল করে। ব্রণ থেকে মুক্ত পেতে : লেবুর রসের সাথে হালকা মধু মিশিয়ে তুলা দিয়ে ব্রণের উপর প্রলেপ দিয়ে রাখুন এতে করে রণের জীবাণু ধংস হয়ে ব্রণ থেকে মুক্তি পেতে সহায়তা করবে। চুলের উজ্জ্বলতা বৃদ্ধিতে : লেবুর রসের সাথে ডিমের সাদা অংশ দিয়ে পেস্ট তৈরি করে নিয়মিত চুলে দিলে চুলের গোড়া শক্ত হয় এবং চুল ঝলমলে ও উজ্জ্বল কালো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App