×

পুরনো খবর

স্বপ্ন ও বাস্তবতা যেখানে মাখামাখি...

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ০৮:৫৫ পিএম

স্বপ্ন ও বাস্তবতা যেখানে মাখামাখি...

স্বপ্নের পদ্মা সেতু

স্বপ্ন ও বাস্তবতা যেখানে মাখামাখি...
স্বপ্ন ও বাস্তবতা যেখানে মাখামাখি...
স্বপ্ন ও বাস্তবতা যেখানে মাখামাখি...
স্বপ্ন ও বাস্তবতা যেখানে মাখামাখি...
স্বপ্ন ও বাস্তবতা যেখানে মাখামাখি...
স্বপ্ন ও বাস্তবতা যেখানে মাখামাখি...
স্বপ্ন ও বাস্তবতা যেখানে মাখামাখি...
স্বপ্ন ও বাস্তবতা যেখানে মাখামাখি...
স্বপ্ন ও বাস্তবতা যেখানে মাখামাখি...
স্বপ্ন ও বাস্তবতা যেখানে মাখামাখি...
স্বপ্ন ও বাস্তবতা যেখানে মাখামাখি...
স্বপ্ন ও বাস্তবতা যেখানে মাখামাখি...
স্বপ্ন ও বাস্তবতা যেখানে মাখামাখি...
‘পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয়পদ্ম নিয়ে যা, যা রে... ভাটিয়ালি ঢঙে বিচ্ছেদধর্মী এই গানটি লিখেছিলেন কবি কাজী নজরুল ইসলাম। উপমহাদেশের আরেক কিংবদন্তি শচীন দেববর্মণের কণ্ঠে প্রথম ধারণ করা হয় গানটি। দাদরা তালে আরোপিত সুর এখনও ছুঁয়ে যায় অজস্র মানুষের মন। এটি শুধু তিন মিনিটের গানই নয়; এ যেন নদীর মাঝির শাশ্বত সংগীত। [caption id="attachment_236874" align="aligncenter" width="2560"] এপার ওপার বেঁধে দেয়ার কর্মযজ্ঞ[/caption] এই পদ্মার বুকেই নৌকা ভাসিয়েছিলেন আরেক কবি। লিখেছিলেন শত-শত গান। তিনি আর কেউ নন; স্বয়ং রবীন্দ্রনাথ। ‘সোনার তরী’তে লিখে গেছেন- “ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলো নিরুপায় ভাঙে দু’ধারে।” [caption id="attachment_236875" align="aligncenter" width="2560"] উছলে ওঠা ঢেউ, দুলে ওঠা মনের সঙ্গে ধেয়ে চলে দূর দিগন্ত রেখার স্বপ্নের ঠিকানায়[/caption] প্রমত্ত এই পদ্মার বুকে বাঙালির আরেক স্বপ্নের নাম ‘পদ্মা সেতু’। এ সেতু বাংলাদেশের মানুষের বহুদিনের আকাঙ্ক্ষার বিষয়। দেশের সর্বস্তরের মানুষের একটাই দাবি ছিল, পদ্মা সেতু। যার ফলে আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থার মান হবে আরো উন্নত। যা এ দেশের অর্থনীতিতেও রাখবে বিশেষ ভূমিকা। শিল্প-বাণিজ্যের ক্ষেত্রে আসবে বৈপ্লবিক পরিবর্তন। [caption id="attachment_236876" align="aligncenter" width="2560"] জোছনা অপরূপ হয়ে দেখা দেয় রাতের পদ্মায়[/caption] এ কারণেই পদ্মাসেতুর প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ সরকার। বর্তমানে বহু বাধা-বিপত্তি উপেক্ষা করে পদ্মাসেতুর কাজ প্রায় শেষের দিকে। যেখানে পৃথিবীর মধ্যে উত্তাল নদীর তালিকার পদ্মার অবস্থান দ্বিতীয়, সেই পদ্মার বুকে সেতু স্থাপন করা কোনোভাবেই সহজ কাজ নয়। বরং এটি এদেশের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। [caption id="attachment_236877" align="aligncenter" width="2560"] জীবনের সঙ্গে জীবিকার বোঝাপড়ায় স্বপ্ন পূরণের গল্পেরা দীর্ঘ হয়...[/caption] প্রতি সেকেন্ডে পদ্মানদীতে ১ লাখ ৪০ হাজার কিউবিক মিটার পানি প্রবাহিত হয়ে থাকে। কিন্তু বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ স্বপ্নকে সফল হতে বাধ্য করেছে। আর এই পদ্মা সেতু নির্মাণে বিদেশি কোনো সংস্থার সহায়তা গ্রহণ করছে না বাংলাদেশ সরকার। যা এ দেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা। [caption id="attachment_236888" align="aligncenter" width="2077"] পদ্মার রূপোলি ইলিশও স্বপ্ন দেখে সোনার বাংলার[/caption] পদ্মাসেতু ৬ দশমিক ১৫ কিলোমিটার লম্বা, যা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় সেতু হিসেবে স্থান দখল করে নেবে। সংযোগ স্থাপন করা সম্ভব হবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সঙ্গে উত্তর-পূর্ব অঞ্চলের। [caption id="attachment_236878" align="aligncenter" width="2560"] আকাশ, জোছনা রাতের নীরবতা সাক্ষী হয়ে থাকে সর্বনাশা পদ্মাকে বাগ মানাতে[/caption] জাইকার সমীক্ষামতে, পদ্মা সেতুর মাধ্যমে প্রতিদিন ২১ হাজার ৩০০ যানবাহন যাতায়াতে সক্ষম হবে। আর ২০২৫ সালে এর পরিমাণ গিয়ে দাঁড়াবে ৪১ হাজার ৬০০-তে। এ সেতুর অবস্থান মাওয়া-জাজিরা পয়েন্ট (মুন্সীগঞ্জ-শরীয়তপুর)। শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীর এখনও জীবিকা নির্বাহের অবলম্বন পদ্মার দু’পাড়ের ঘাট। [caption id="attachment_236879" align="aligncenter" width="2560"] পদ্মা কখনও কখনও সমুদ্র হওয়ার স্বপ্ন দেখে চেনাজানা লোকালয়ে...[/caption] যদিও স্বপ্নের এই সেতু যেদিন পুরোটা মাথা তুলে দাঁড়াবে; পারাপারের নৌকা, স্পিডবোট, লঞ্চ, ফেরির বাণিজ্য সেদিন থেকে চুকেবুকে যাবে। হয়তো সেদিন পদ্মার বুকে শোভা বাড়াবে স্বপ্নের এই সেতু। নদীর এপার থেকে চোখ মেলে তাকালে সেদিনও মুগ্ধ করবে প্রকৃতির অপরূপ রূপ। বর্ষায় থই থই পদ্মার জল, আঁকাবাঁকা নদীর গতিধারা করবে আকর্ষণ। [caption id="attachment_236881" align="aligncenter" width="2560"] কালের যাত্রার ধ্বনী শুনতে পায় ডিঙি নৌকার মাঝিও[/caption] শরতের উজ্জ্বল আকাশ, নীলিমা, নদীতীরে ফোঁটা কাশফুল কিংবা গান গেয়ে তরী বেয়ে চলে যাওয়া কোনো জেলেনৌকা, রূপোলি ইলিশ, পদ্মার ঢেউয়ে ঝিলমিল করা চাঁদের আলো সেদিনও একইরকমভাবে মন কাড়বে প্রকৃতিপ্রেমী মানুষের। আলোকচিত্রীর চোখ সেদিনও ঠিক একইভাবে আটকে যাবে ফ্রেমের পর ফ্রেমে। [caption id="attachment_236882" align="aligncenter" width="1551"] নদী আর আকাশকে এক সুতোয় বেঁধে দেয়ার সীমাহীন প্রয়াস...[/caption] তবে সেতুর ওপর দিয়ে সাঁই সাঁই করে ছুটে যেতে যেতে হাহাকারের সুর আওড়াবে কোনো কবিমন। উচ্চারণ করবে, ‘মহাকালের চিরন্তন স্রোতে মানুষ অনিবার্য বিষয়কে এড়াতে পারে না, কেবল টিকে থাকে তার সৃষ্ট সোনার ফসল, তার কর্ম।’ [caption id="attachment_236883" align="aligncenter" width="2560"] তরীরা তীরে ভেড়ে ক্লান্তিতে, আগামীর শঙ্কায়[/caption] [caption id="attachment_236884" align="aligncenter" width="2560"] কর্মযজ্ঞ শেষ হলে মেঘ আর নীলাকাশের সঙ্গে মিতালী[/caption] [caption id="attachment_236885" align="aligncenter" width="2560"] এই পথে আসা যাওয়া ওপারের ডাকে[/caption] ছবি সৌজন্য: সৌরভ কুন্ডু (চলচ্চিত্র নির্মাতা)

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App