×

পুরনো খবর

দেশে করোনার জিন পাল্টেছে ৫৯০ বার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২০, ০৩:৪৫ পিএম

দেশে করোনার জিন পাল্টেছে ৫৯০ বার

বিসিএসআইআর

বাংলাদেশে এখন পর্যন্ত ৫৯০ বার জিন পাল্টেছে করোনা ভাইরাস। ১৭১টি কেসের সিকোয়েন্স বিশ্লেষণ করে এই ফলাফল পেয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) বিজ্ঞানীরা। যার মধ্যে ৮ বারের মিউটেশন বিশ্বে প্রথম ঘটেছে। রবিবার (১৯ জুলাই) সকালে প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে করোনার মিউটেশন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞানীরা জানান, এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স করা হয়েছে ২২২টি। এরমধ্যে বিসিএসআইআর করেছে ১৭৩টির। মোট ৩’শটি জিনোম সিকোয়েন্স করার উদ্যোগ নেয়া হয়েছে। নতুন মিউটেশনের তথ্যগুলো বিশ্ব দরবারে উপস্থাপন করা হবে। এই তথ্য প্রতিষেধক আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিজ্ঞানীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App