×

পুরনো খবর

করোনা: বাংলাদেশে র‌্যাপিড রেসপন্স টিম পাঠাচ্ছে ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ১২:২২ পিএম

করোনা: বাংলাদেশে র‌্যাপিড রেসপন্স টিম পাঠাচ্ছে ভারত

র‌্যাপিড রেসপন্স টিম/ ফাইল ছবি।

করোনা মোকাবিলায় বাংলাদেশে ভারতের র‌্যাপিড রেসপন্স বা সেনাবাহিনীর টিম পাঠানো বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী ভোরের কাগজকে আরো বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার চমৎকার সম্পর্ক আমাদের সশস্ত্রবাহিনীর মধ্যেও প্রতিফলিত হয়। তাই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী কোভিড-১৯ নিয়ে কাজ করার ক্ষেত্রে ভারতের সহায়তাকে আমরা স্বাগত জানাই। এর আগে বাংলাদেশসহ প্রতিবেশী কয়েকটি দেশে করোনা মোকাবেলায় ভারতের র‌্যাপিড রেসপন্স টিম পাঠানো বিষয়ে ভারতীয় পত্রিকার বরাত দিয়ে ভোরের কাগজে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। এ ব্যাপারে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ভোরের কাগজকে বলেন, এ ব্যাপারে এখনও কোনো আলোচনা হয়নি। তবে ভারত র‌্যাপিড রেসপন্স টিম পাঠানোর বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করতে চাইলে সেটা আমরা জানিয়ে দেব। এদিকে, বাংলাদেশসহ প্রতিবেশী কয়েকটি দেশে করোনা মোকাবেলায় ভারত র‌্যাপিড রেসপন্স টিম গঠন করছে বলে দেশটির সংবাদমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, কয়েকটি ভাগে ভাগ করে ভুটান, শ্রীলংকা ও আফগানিস্তানে র‌্যাপিড রেসপন্স টিমের সদস্যদের পাঠাবে দেশটি। করোনাভাইরাসে সাহায্যের প্রতিশ্রুতি হিসেবে এসব টিম পাঠানো হবে বলে ভার‌তের রা‌ষ্ট্রীয় বার্তা সংস্থা পি‌টিআই‌’র বরা‌তে খবর প্রকাশ ক‌রেছে দ্যা প্রিন্ট। এর আগে গত ১৫ মার্চ সার্কভুক্ত দেশগুলোর শীর্ষ নেতাদের বৈঠকের সময় একে অপরকে বিশেষজ্ঞ সহযোগিতা দিয়ে সাহায্য করার বিষয়ে আলোচনা হয়। তারই ধারাবাহিকতায় ভারতীয় বিশেষজ্ঞ দল আফগানিস্তান, ভুটান, নেপাল ও বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তুত রাখা হয়। ভারত এরই মধ্যে কুয়েতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠিয়েছে। বাংলাদেশের কাছে কুয়েতও ডাক্তার ও চিকিৎসা সামগ্রী চেয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে শহীদ-মুক্তিযোদ্ধা বৃত্তি, যৌথ অনুশীলন, পারস্পরিক প্রশিক্ষণ কোর্স যৌথভাবে আয়োজনের ইতিহাস রয়েছে। কাজেই কোভিড-১৯ নিয়ে কাজ করার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয় অবশ্যই ভালো উদ্যোগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App