×

পুরনো খবর

মায়ের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ডা. মঈন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ০৯:২৩ এএম

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সেই ডা. মঈন উদ্দিনকে তার মায়ের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। মরদেহ গ্রামের বাড়িতে আনা হলে কান্নায় ভেঙে পড়েন আত্মীয়-স্বজনরা। কিন্তু এ সময় কাউকে মরদেহের কাছে যেতে দেওয়া হয়নি। পরে স্থানীয় মসজিদের ইমামের মাধ্যমে তার জানাজার অনুষ্ঠিত হয়।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় অ্যাম্বুলেন্সযোগে মরদেহ গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের নাদামপুরে গ্রামের বাড়িতে এনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের পাশে দাফন করা হয়।

ছাতক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল বলেন, পরিবারের ইচ্ছায় গ্রামের বাড়িতেই পারিবারিক কবরস্থানে মায়ের পাশে দাফন করা হয়েছে ডা. মঈন উদ্দিনকে। সংক্রমণ স্বাস্থ্যবিধি মেনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় তাকে দাফন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App