×

পুরনো খবর

‘গৃহবন্দি’ হয়েও রক্ষা হলো না ড্যালগ্লিশের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ০১:৫৮ পিএম

‘গৃহবন্দি’ হয়েও রক্ষা হলো না ড্যালগ্লিশের

লিভারপুলের সাবেক স্ট্রাইকার ডেলগ্লিশ

লিভারপু‌লের কিংবদন্তি কেনি ড্যালগ্লিশ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। শুক্রবার তার পরিবার এই খবর জানিয়েছে। সাবেক স্কটিশ স্ট্রাইকারের বয়স ৬৯ বছর। সংক্রমিত হলেও তার শরীরে উপসর্গ দেখা যায়নি। অন্য একটি সংক্রমণের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তখনই করোনার মেডিকেল পরীক্ষা হয় এবং অপ্রত্যাশিত ভাবে রিপোর্ট পজিটিভ আসে। করোনার হাত থেকে বাঁচতে লিভারপুলের সাবেক স্ট্রাইকার নিজেকে গৃহবন্দি রেখেছিলেন। তবুও তিনি সংক্রমিত হলেন!

স্কটল্যান্ডের ক্লাব সেল্টিক-কে চার বার স্কটিশ লিগ চ্যাম্পিয়ন করে ড্যালগ্লিশ ১৯৭৭-এ লিভারপুলে সই করেন। অ্যানফিল্ডে তার খেলার সময় ‘দ্য রেডস’ আট বার ইংলিশ লিগ জেতে। তিনবার বার করে জেতে এফএ কাপ এবং ইউরোপীয় কাপ। ১৩ মরসুম তিনি খেলেছেন লিভারপুলে। ৫১৫ ম্যাচে গোল ১৭২।

ড্যালগ্লিশ তার পরিবারের মাধ্যমে অতিমারি মোকাবিলায় ইংল্যান্ডের স্বাস্থ্যকর্মীদের লড়াইয়ের প্রশংসা করেন। জানিয়েছেন, আগামী ক’দিন কেমন রয়েছেন তা ভক্তদের জানানোর চেষ্টা করবেন। এ দিকে, তার দ্রুত সুস্থতা কামনা করেছেন স্টিভন জেরার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App