×

পুরনো খবর

মাশরুম না ধুয়ে রান্না করলে স্বাদ থাকে অটুট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৭, ০৪:৩৭ পিএম

মাশরুম (Mushroom) এক ধরনের ছত্রাক। চীন, কোরিয়াসহ বিভিন্ন ইউরোপীয় দেশগুলোতে কয়েক ধরনের খাদ্যোপযোগী মাশরুমের বেশ জনপ্রিয়তা রয়েছে। বাংলাদেশেও আধুনিক খাবার হিসেবে মাশরুমের ব্যাপক চাহিদা। মাশরুম সাধারণত রান্না করে খাওয়া হয়। আমরা যে কোনো সবজি ধুয়ে রান্না করি। সবজি ধোয়ার ব্যাপারে তেমন কোনো আলাদা চিন্তা আমাদের নেই। কিন্তু আমরা কি জানি? মাশরুম কোনোভাবেই ধুয়ে রান্নায় চড়ানো যাবে না। এ মত কোনো সাধারণ রাধুণীর নয়, পুষ্টিবিদ ও রন্ধন-বিশারদের। আন্তর্জাতিক গণমাধ্যম ‘পিওরওয়াও’-এ প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। প্রতিবেদনে ফুড কলামিস্ট হিথ গোল্ডম্যান জানিয়েছেন, মাশরুম এমনই এক সবজি, যাকে কখনই ধুয়ে রান্না করা যাবে না। কারণ হিসেবে তিনি বলেন, মাশরুম আসলে একটি ছত্রাক। এর শরীরে যে তন্তু থাকে, তার পানি শোষণ ক্ষমতা খুবই বেশি। সেক্ষেত্রে তাকে পানিতে ধোয়ার অর্থ, তার ভেতরে আরো বেশি পানি ঢুকিয়ে দেওয়া। এর ফলে তার স্বাদ নষ্ট হয়ে যায়। হিথের পরামর্শ, মাশরুম পরিষ্কার করার জন্য মাশরুমকে ব্রাশ করাটা জরুরি। কাজের জন্য আলাদা ব্রাশও পাওয়া যায়। মাশরুমের প্রকৃত স্বাদ পেতে হলে এটাই একমাত্র সমাধান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App