×

পুরনো খবর

বাসে-ট্রেনে মাথা ঘোরার সমাধান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৭, ০৪:৪১ পিএম

মাথা ঘোরে – ঘুরতে গেলেই মাথা ঘোরে, সেই সঙ্গে বমি তো এক বিরাট বাঁধা। আনেকে বাইরে বেরাতে যাওয়ার কথা শুনলেই চিন্তায় পড়ে যান ! এই সমস্যাগুলো হয় মূলত মোশান সিকনেসের কারণে। ভ্রমণের সময় কানের ভেস্টিবুলার অ্যাপারেটাস বিগ্নিত হলেই শুরু হয় মাথা ঘোরাসহ নানা সমস্যা। এসব সমস্যার সমাধানও রয়েছে। যা আপনার দীর্ঘ্য ভ্রমণকে আনন্দদায়ক করতে সহয়তা করবে। লেবু ও কালো নুন: ভ্রমণের সময় যখনই দেখবেন মাথা ঘোরা শুরু হচ্ছে কিংবা বমি পাচ্ছে, তখনই এক পিস লেবুতে একটু কালো নিন দিয়ে চুসতে শুরু করবেন। দেখবেন আর কোনো অসুবিধা হচ্ছে না। গভীর শ্বাস নিন: যখনই গাড়িতে বা বাসে উঠবেন তখনই গভীর একটা শ্বাস নেবেন। এমনটা বারে বারে করলে দেখবেন বমিভাব কমে যাচ্ছে। সেই সঙ্গে কমবে মাথা যন্ত্রণাও। আদা: ভ্রমণের সময় বারেবারে আদা চা খাবেন। এমনটা করলে মাথা যন্ত্রণা ও বমি হওয়ার সম্বাবনা অনেক কম। ঘি মাসাজ: গাড়ি করে কোথাও ঘুরতে যাওয়ার একদিন আগে পায়ের তলায় ঘি মাসাজ করুন। এমনটা করলে দেখবেন ভ্রমণের সময় আর বমি হচ্ছে না। প্রসঙ্গত, ভ্রমণকালীন মাথা যন্ত্রণা কমাতেও এই পদ্ধতিটি দারুন কাজে আসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App