×

পুরনো খবর

ধরে রাখতে মরিয়া আ.লীগ বিএনপির উদ্ধারের চেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০১৮, ০৪:০১ পিএম

ধরে রাখতে মরিয়া আ.লীগ বিএনপির উদ্ধারের চেষ্টা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। এর মধ্যে ভোলা-২ আসন এলাকায় নির্বাচনী হাওয়া বইছে জোরেশোরে। আগামী নির্বাচনে আসনটি ধরে রাখতে মরিয়া আওয়ামী লীগ আর পুনরুদ্ধারের চেষ্টা করছে বিএনপি। ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রতিদিন শোডাউন, মিছিল, মিটিং করছে। বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা নিয়ে গঠিত এ আসন। বর্তমান বাণিজ্যমন্ত্রী আলহাজ তোফায়েল আহমেদ এ আসনটি থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আগামী নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে অনেকটাই নিশ্চিত বর্তমান সংসদ সদস্য আলহাজ আলী আজম মুকুল। তিনি বাণিজ্যমন্ত্রীর ভাতিজা। ২০১৪ সালের নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেয়ে বিপুল ভোটে নির্বাচিত হন তিনি। নির্বাচিত হওয়ার পর থেকে তিনি তার দেয়া প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করেন। নির্বাচনের সময় তার বড় প্রতিশ্রুতি ছিল মেঘনা নদীর ভাঙন থেকে এ আসনের মানুষকে রক্ষা করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় স্থায়ী ব্লক নির্মাণের মাধ্যমে তা এখন বাস্তবায়ন হচ্ছে। এ ছাড়া তিনি তার নির্বাচনী এলাকার অসহায় ও দুস্থ মানুষকে চিকিৎসাসেবা দিয়ে ও আর্থিক সহযোগিতা করে দলমত নির্বিশেষে সবার মন জয় করেছেন। কাউন্সিলের মাধ্যমে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি পুনর্গঠন করে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে দলের হাইকমান্ডের আস্থা অর্জন করতে সক্ষম হন। বর্তমানে এই সংসদ সদস্য নৌকা মার্কার একক প্রার্থী হিসেবে বাজার ও গ্রামে উঠান বৈঠক ও গণসংযোগ করে সরকারের সাফল্যগুলো তুলে ধরেন নৌকা মার্কায় ভোট চাচ্ছেন। এ আসনের আ.লীগের নেতাকর্মীরাও যোগ্য একক প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য আলী আজম মুকুলকেই দেখছেন। এদিকে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে ভালো অবস্থানে রয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম। তিনি এলাকায় না এলেও নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে দলে নিজের অবস্থান ধরে রেখেছেন। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা হাফিজ ইব্রাহিমের নেতৃত্বেই এ আসন উদ্ধারের চেষ্টা করবেন বলে জানান। এ ছাড়া বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় পোস্টার লাগিয়ে জানান আরো দিচ্ছেন আলহাজ রফিকুল ইসলাম মোমিন, জাহাঙ্গীর আলম ও ডা. সিরাজুল ইসলাম। অপরদিকে জাতীয় পার্টি থেকে নির্বাচন করতে সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মিজানুর রহমান। বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ রফিকুল ইসলাম বলেন, ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্য আলী আজম মুকুলকে ২য় বারের মতো নির্বাচিত করে নেত্রী শেখ হাসিনাকে এ আসনটি উপহার দেয়া হবে। তিনি আরো বলেন, বর্তমান এমপির কর্মকাণ্ড তৃণমূল আ.লীগ এতটাই শৃঙ্খলাবদ্ধ যা আগে ছিল না। তিনি বলেন, আ.লীগের নেতাকর্মীরা বর্তমান সংসদ সদস্যকে আবারো নৌকার মাঝি হিসেবে তাদের মাঝে দেখতে চান। তিনি আরো বলেন, বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় নির্বাচনের হাওয়া বইছে। আমরা প্রতিদিন সংসদ সদস্যের নির্দেশে মিছিল মিটিং ও গণসংযোগ করে দলকে চাঙ্গা রাখছি। এ ব্যাপারে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সহসভাপতি মো. জাকির হোসেন বলেন, সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহীমকেই দলের প্রার্থী হিসেবে দেখছেন নেতাকর্মীরা। যদি সুষ্ঠু নির্বাচন হয় তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে এ আসনটি উদ্ধার করার চেষ্টা করব। তিনি আরো বলেন, কিছু লোক প্রার্থিতা দাবি করলেও এলাকায় তাদের কোনো অস্তিত্ব নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App