×

পুরনো খবর

সাদা পোশাক থেকে দাগ তুলে ফেলার কয়েকটি ঘরোয়া উপায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৭, ০২:০৩ পিএম

ওয়ার্ডরোবে একটা সাদা শার্ট থাকবে না, তা কি হতে পারে? অফিস হোক বা কোনও অনুষ্ঠান, সাদা পোশাক সব জায়গাতেই বেশ মানানসই। কিন্তু এই সাধের সাদা পোশাকে একটা দাগ লাগলেই সমস্ত শেষ। অধিকাংশ ক্ষেত্রেই হাজার চেষ্টা করেও সেই দাগ তুলে ফেলা যায় না। এই দাগ তুলে ফেলার কয়েকটি ঘরোয়া উপায় রয়েছে। • সমপরিমাণ ভিনিগার ও লেবুর রস একত্রে মেশান। এবার সেই মিশ্রণ দিয়ে ধুয়ে ফেলুন সাদা জামায় লেগে থাকা দাগ। ভাল করে ধুলে অনায়াসে দাগ উঠে যাবে। • এক কাপ বেকিং সোডার সঙ্গে ৪ লিটার জল মেশান। ভাল ভাবে বেকিং সোডার সঙ্গে জল মিশে গেলে তখন ওই মিশ্রণে পোশাকটি ভিজিয়ে রাখুন। বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে ধুয়ে ফেলুন জামাটি। • এক বালতি জলে ৬টা অ্যাসপিরিন ট্যাবলেট গুড়ো করে গোলান। সেই মিশ্রণে পোশাকটি আধ ঘণ্টার জন্য ডুবিয়ে রাখুন। তার পরে সাধারণ ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App