×

পুরনো খবর

দিল্লিতে ঘন কুয়াশায় ৩০ ফ্লাইট ও ১৪ ট্রেনে বিলম্ব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৯ পিএম

দিল্লিতে ঘন কুয়াশায় ৩০ ফ্লাইট ও ১৪ ট্রেনে বিলম্ব

ছবি: সংগৃহীত

তীব্র ঠাণ্ডা ও ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভারতের দিল্লিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। কুয়াশার কারণে রাজধানীতে বিঘ্নিত হচ্ছে গণপরিবহন সেবা। ইতিমধ্যে বিলম্বিত হয়েছে অন্তত ৩০টি ফ্লাইট ও ১৪টি ট্রেন।

ভারতীয় আবহওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, এখন দিল্লির তাপমাত্রা মাত্র ৭ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ওঠানামায় মারাত্মক বিঘ্ন ঘটেছে। বিমান বন্দরটিতে অন্তত ৩০টি ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণে বিলম্ব হয়েছে। আরো কিছু ফ্লাইট বিলম্বের মুখে পড়তে পারে বলে জানিয়েছে কতৃপক্ষ। খবর এনডিটিভির।

যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত পরিষেবার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনগুলোর সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। প্লেনের পাশাপাশি দিল্লির ট্রেন সেবাও মারাত্মক বিঘ্নিত হয়েছে । ঘন কুয়াশায় অন্তত ১৪টি ট্রেন তাদের নির্ধারিত সিডিউল মিস করেছে।

কুয়াশা ও ভয়ংকর ঠাণ্ডা থেকে বাঁচতে স্থানীয়দেরকে দেখা গেছে রাস্তাঘাটে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে। এমন বিপর্যয়কর পরিস্থিতিতে নানা রোগ-ব্যাধি ছড়িয়ে পড়তে পারে বলে আগেই সতর্ক করেছে স্বাস্থ্য বিভাগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App