×

পুরনো খবর

অনলাইনে আইনি পরামর্শ দিচ্ছে ফাইন্ড মাই এডভোকেট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৩ পিএম

অনলাইনে আইনি পরামর্শ দিচ্ছে ফাইন্ড মাই এডভোকেট
দেশজুড়ে একঝাঁক দক্ষ আইনজীবীর মাধ্যমে সহজে ও দ্রুত আইনি সেবা দিচ্ছে ফাইন্ড মাই এডভোকেট নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। ২০১৮ সালে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ ও গ্রুপের মাধ্যমে আইনি সেবা দেয়ার মধ্য দিয়ে। গত পাঁচ বছরে সেবার ব্যাপ্তি বৃদ্ধি পাওয়ায় এখন নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি। ফাইন্ড মাই এডভোকেট মূলত অনলাইন ভিত্তিক আইনি সেবা প্রতিষ্ঠান। যার কপিরাইট নিবন্ধন রয়েছে। তাদের নিজস্ব অফিসের পাশাপাশি আছে নিজস্ব সুদক্ষ স্বেচ্ছাসেবক প্যানেল, যারা সমগ্র দেশব্যাপী অসহায় মানুষদের আইনি সহায়তায় দিয়ে থাকে। ফেসবুক গ্রুপ ও পেজে কেউ আইনি সমস্যা জানালে টিম ফাইন্ড মাই এডভোকেট সেটি পর্যালোচনার মাধ্যমে পরামর্শ প্রদান করে থাকে এবং উক্ত ঘটনাসমূহের আলোকে নিয়মিত কেস স্ট্যাডি আপডেট ও নিত্যনৈমিত্তিক আইনি খবর প্রকাশ করে থাকে। এছাড়া সচেতনতা তৈরি করতে বিভিন্ন আইনি টিপস দেওয়া হয়। এছাড়াও নিজস্ব আইনজীবী প্যানেল রয়েছে প্রতিষ্ঠানটির। যারা ফেসবুক গ্রুপ ও পেজের মাধ্যমে ভুক্তভোগীদের প্রাথমিক আইনি দিক-নির্দেশনা প্রদান করে সমাজের অপরাধ প্রবণতা কমাতে সর্বদা সচেষ্ট। যে কেউ পরামর্শ পেতে বা আইনজীবী খুঁজতে www.findmyadvocatebd.com ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে দেশের যে কোন প্রান্তের আইনজীবী ও আইনি পরামর্শ পাওয়া যাবে। ওয়েবসাইটের মাধ্যমে পারিবারিক সমস্যা, ফৌজদারি অপরাধ সংক্রান্ত সমস্যা, দেওয়ানী মোকদ্দমা, ট্যাক্স, দলিল লেখক, কাজী, সাইবার অপরাধ ও বিভিন্ন ডকুমেন্ট যাচাই করতে পারবেন। ওয়েবসাইটে ৩ ভাবে আইনজীবীদের এপয়েন্টমেন্ট দিতে পারবে,মোবাইল ফোন এ কল করার মাধ্যমে, চেম্বার এপয়েন্টমেন্ট এবং আইনজীবী আপনার বাসায় যাবে। ফাইন্ড মাই এডভোকেটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিজ্ঞ আইনজীবী মো. হায়দার তানভীরুজ্জামান বলেন, বাংলাদেশের মানুষের কাছে আইনকে সহজলভ্য করে তুলতে ফাইন্ড মাই এডভোকেটের একঝাঁক তরুণ আইনজীবীদের নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইনকে সহজ করে সমাজের অপরাধ কমাতে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু করলেও এখন এর চাহিদা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। ফলে আমরা এখন ফেসবুক ছাড়াও আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আইনি সেবা দিচ্ছি। আইন সংক্রান্ত এই স্টার্টআপটি খুব শিগগির ফাইন্ড মাই এডভোকেট অ্যাপস উন্মুক্ত করবে। মো. হায়দার তানভীরুজ্জামান বলেন, ফাইন্ড মাই এডভোকেটের প্রতিষ্ঠাকালীন সদস্য কো-ফাউন্ডার সাইফুর রহমান মাহিন ফিল্ড পর্যায়ে সব কাজ মনিটরিংয়ের দায়িত্ব পালন করেন। প্রতিষ্ঠানটিতে সিওও হিসাবে কাজী মো খালেদ বিন আসাদ অভি, সাইদুল আরেফিন ফেসবুকের মাধ্যমে সারাদেশের মানুষের কাছে আইনকে সহজলভ্য করতে কাজ করছেন। প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সেবা দিচ্ছেন সাইট্যাক্সের প্রতিষ্ঠাতা ইহান চৌধুরী। তাদের দিনরাত পরিশ্রমের ফলে ফাইন্ড মাই এডভোকেটের ফেসবুক গ্রুপ ও পেজ পরিচিত পায় দেশের টপ লিডিং আইনি প্ল্যাটফর্ম হিসাবে। প্রসঙ্গত, বাংলাদেশ ছাড়াও লন্ডন, দুবাই ও কলকাতায় আইনি সেবা দিয়ে থাকে ফাইন্ড মাই এডভোকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App