×

পুরনো খবর

জবি রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের উপদেষ্টা কমিটি ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৪ পিএম

জবি রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের উপদেষ্টা কমিটি ঘোষণা
জবি রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের উপদেষ্টা কমিটি ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

রাজধানীর পরান ঢাকায় অবস্থিত দেশের প্রাচীনতম বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের ৪১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে এ কমিটি ঘোষণা করেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো. জহির উদ্দিন খসরু ও সদস্য সচিব মো. ওলিদ হোসেন। এর আগে গত ১৮ মার্চ কলা ভবনের মুজিব মঞ্চে প্রথম পুনর্মিলনী ও সাধারণ সভায় মো. জহির উদ্দিন খসরুকে সভাপতি ও মো. ওলিদ হোসেনকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছিল এবং পূর্ণাঙ্গ কমিটি ও উপদেষ্টা কমিটি গঠন করার জন্য তাদেরকে দায়িত্ব প্রদান করা হয়েছিল। এর ধারবাহিকতায় এই উপদেষ্টা কমিটি ঘোষণা করা হলো। একইসঙ্গে ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

উপদেষ্টা কমিটিতে আছেন- এ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু (৭৯-৮০) আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। মো. নজরুল ইসলাম বাবু (৮৪-৮৫) জাতীয় সংসদ সদস্য-নারায়নগঞ্জ-২। মো. কাজিম উদ্দিন ধনু (৮৪-৮৫) জাতীয় সংসদ সদস্য, ময়মনসিংহ-১১। আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম (৫৯-৬০) সত্ত্বাধিকারী, আমিন জুয়েলার্স লিমিটেড। রনজিত কুমার (৮৪-৮৫) অতিরিক্ত সচিব, আই.সি.টি মন্ত্রনালয়। মো. জয়নুল আবেদীন শিবলী (৮৪-৮৫) মহাপরিচালক-দুদক। মাহামুদা বেগম শেলী (৮৪-৮৫) চেয়ারম্যান, রাষ্টবিজ্জান বিভাগ, ডেমরা কলেজ। জিয়াসমিন বেগম কল্পনা (৮৪-৮৫) সহকারী অধ্যাপক, মোল্লারটেক উদয়ন স্কুল এন্ড কলেজ। মিজানুর রহমান মিজান (৮৪-৮৫) পরিদর্শক-ট্যাক্স। মো. আব্দুস সালাম পলাশ (৮৪-৮৫) সহকারী অধ্যাপক, জামিরতা ডিগ্রী কলেজ, শাহাজাদপুর। গাজী দেলোয়ার হোসেন (৮৪-৮৫) ব্যবসায়ী। মো. গোলাম মোস্তফা (৮৫-৮৬) পরিচালক, বাংলাদেশ স্কাউট। মো. শাহাদাত হোসেন মূসা (৮৫-৮৬) ইস্টার্ন ইনস্যুরেন্স লিমিটেড। মো. আনোয়ার হোসেন (৮৫-৮৬) এবি ইলেক্ট্রনিক্স স্টোর। সহকারী অধ্যপক কে. এম দেলোয়ার হোসেন (৮৫-৮৬)। হারিস মিয়া শেখ সাগর (৯২-৯৩) সত্ত্বাধিকারী, সালমা রেষ্টুরেন্ট, মতিঝিল। মো. শামিম তালুকদার (৯১-৯২) সিনিয়র ম্যানেজার ইফাাদ অটোস লিমিটেড। এ্যাড নাহিদ আহম্মেদ মমতাজী (৯১-১২) গাজীপুর জর্জ কোট। মো. সালাহ উদ্দিন সুমন (৯১-৯২) সহকারী অধ্যাপক, কেয়ারফ্যাশন ডিগ্রী কলেজ, ভোলা। জন্ম জয় সাহা জয় (৯১-৯২) সহকারী অধ্যাপক, মোহনগঞ্জ মহিলা কলেজ, নেত্রকোনা। মো. আব্দুল খালেক (৯১-৯২) এমডি, প্রাইম ইন্টারন্যাশনাল। মাজাহারুল ইসলাম কিসল (৯১-৯২) জি.পি.পি এ চীফ এক্সিকিউটিভ অফিসার। মো. মাহাবুব হোসেন (৯২-৯৩) সিইও, এম এন্ড এম টেকনোলোজি। মো. দুলাল তালুকদার (৯২-৯৩) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, কুমিল্লা অঞ্চল। সৈয়দ মো. সাইফুজ্জামান সাইদ (৯৩-৯৪) সিইও মুন কম্পিউটার, বনানী। মো. সোহেল রানা (৯৩-৯৪) এমডি, এস আর এ এন্টাপ্রাইজ। মো. মোসলেম হোসেন সরদার (৯৩-৯৪) সিয়াম ট্রেড ইন্টারন্যাশনাল। মো. মোতাহার হোসেন (৯৩-৯৪) সত্ত্বাধিকারী, মেসার্স জাবিন টেডার্স। মো. শাহাদাত হোসেন লিটন (৯৪-৯৫) শিক্ষক। রাইস উদ্দিন আহাম্মদ হীরা (৯৪-৯৫) প্রবাসী। মো. শফিউল আজম ফরিদ (৯৪-৯৫) মেসার্স ফরিদ এন্টারপ্রাইজ। সৈয়দ আফজাল হোসেন (৯৫-৯৬) জেলা নির্বাচন অফিসার, গাজীপুর। কে এম ওয়াহিদুর রহমান (৯৫-৯৬) ব্যবসায়ী। মো. ইলিয়াস-উজ-জামান (৯৫-৯৬) ব্যবসায়ী। মো. মইনুল হোসেন মইন (৯৫-৯৬) ঢাকা স্টক এক্সচেঞ্জ। মো. রাকিব হাসান টিপু (৯৫-৯৬) ব্যবসায়ী। এস এস জাহাঙ্গীর (৯৫-৯৬) এম ডি, ঢাকা স্পেশালাইজ হাসপাতাল। মোল্লা নজরুল (৯৭-৯৮) ভারপ্রাপ্ত কর্মকর্তা, বাংলাদেশ পুলিশ, খিলগাঁও থানা। কামরুন নাহার সোহাগ (৯৭-৯৮) গৃহিনী। মো. আজমুল হোসেন (২০০০-০১) উপ-পরিচালক, এনএসআই, হবিগঞ্জ।

জবি রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের উপদেষ্টা কমিটি ঘোষণা রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মো. জহির উদ্দিন খসরু বলেন, আমরা চেষ্টা করেছি বিগত সকল ব্যাচের সিনিয়র জুনিয়রদেরকে কমিটিতে নিয়ে আসার জন্য। আমাদের বিভাগের উন্নয়নমূলক কাজ করতে এবং বিভাগের শিক্ষার্থীদের সাহায্য সহযোগিতা করার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ইতিমধ্যেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেমিনারের উন্নয়নসহ কম্পিউটার বসানোর প্রকল্প নিয়ে কাজ করছি আমরা। আশা করছি এই কমিটি থেকে ভালো কিছু উপহার দিতে পারবো। রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ওলিদ হোসেন বলেন,আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর ও ঐক্যবদ্ধ কমিটি করার চেষ্টা করেছি। আমরা ঐক্যবদ্ধভাবে অ্যালামনাইয়ের সদস্যদের ও বিভাগের সার্বিক উন্নয়নে কাজ করবো। আরও পড়ুন: জবি রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App