×

পুরনো খবর

প্রবাসেও সেবা দিচ্ছে ফাইন্ড মাই অ্যাডভোকেট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৪ পিএম

প্রবাসেও সেবা দিচ্ছে ফাইন্ড মাই অ্যাডভোকেট
বাংলাদেশের শীর্ষ আইনি সেবাদাতা প্রতিষ্ঠান ফাইন্ড মাই অ্যাডভোকেট দেশের গণ্ডি পেরিয়ে এবার বিলাতেও প্রবাসীদের আইনি সেবা দিতে যাচ্ছে। এর মধ্যেই ইংল্যান্ডের জনপ্রিয় ব্রিট সলিসিটরসের সঙ্গে ফাইন্ড মাই অ্যাডভোকেট আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে। উক্ত স্মারক উভয় পক্ষ সম্মতি প্রকাশ করেন, এখন থেকে ইংল্যান্ডে বসবাসরত ফাইন্ড মাই অ্যাডভোকেটের ক্লাইন্টসরা সরাসরি ব্রিট সলিসিটসের মাধ্যমে আইনি সেবা পাবেন। উক্ত স্মারকে ফাইন্ড মাই অ্যাডভোকেট পক্ষে স্বাক্ষর করেন অ্যাডভোকেট মো. অলিউর রহমান এবং ব্রিট সলিসিটরসের পক্ষে ছিলেন আনোয়ার খান। গত ৩০ আগস্ট ইংল্যান্ডের জনপ্রিয় ব্রিট সলিসিটরসের সঙ্গে ফাইন্ড মাই অ্যাডভোকেটের এক সমঝোতা স্মারক হয়। এরও আগে দুবাইতেও একই সেবার কার্যক্রম শুরু করেছে। প্রবাসে সেবাদানের বিষয়ে ফাইন্ড মাই অ্যাডভোকেটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ভোরের কাগজকে বলেন, ফাইন্ড মাই অ্যাডভোকেট দীর্ঘদিন ধরে বাংলাদেশের অসহায় নিপীড়িত মানুষের আইনি সেবা দিয়ে আসছে। তিনি বলেন, আমাদের এই সেবা প্রবাসীদের মধ্যেও ছড়িয়ে দিতে কাজ শুরু করেছি। আগামীতে সকল মহাদেশেই আমাদের সেবা বিস্তৃতি করতে চাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App