×

পুরনো খবর

ময়মনসিংহে বন্দুকযুদ্ধে ২ যুবক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০১৮, ১০:৫৯ এএম

ময়মনসিংহে বন্দুকযুদ্ধে ২ যুবক নিহত
ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামিসহ দুই যুবক নিহত হয়েছে। আজ শনিবার ভোররাতে সদর উপজেলার পরানগঞ্জগামী সড়কের কাছে ও নগরীর সানকিপাড়ার এসএ সরকার রোড এলাকায় এ বন্দুকযুদ্ধের’ঘটনা ঘটে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতরা হলেন- ছিনতাইকারী সিরাজুল ইসলাম ও হত্যা মামলার আসামি আলমগীর হোসেন। এ ঘটনায় ডিবি পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও দুই কনেস্টেবল আহত হওয়ার খবর পাওয়া গেছে। ডিবি সূত্র জানায়, চাঞ্চল্যকর আবুল কাশেম হত্যা মামলার অন্যতম আসামি আলমগীরকে শুক্রবার রাতে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে নিয়ে পলাতক আসামিদের ধরতে পরানগঞ্জগামী সড়কের কাছে পৌঁছলে পলাতক আসামি সিদ্দিকসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ ও গুলি ছুঁড়ে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে আসামি আলমগীর কৌশলে পালানোর সময় গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিক, রজব ও নাজমুল আহত হন। তারা বর্তমানে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App