×

পুরনো খবর

কেনিয়ায় বাঁধ ভেঙ্গে ৪৭ জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০১৮, ১২:২৭ পিএম

কেনিয়ায় বাঁধ ভেঙ্গে ৪৭ জন নিহত
কেনিয়ায় একটি জলাধারের বাঁধ (ড্যাম) ভেঙে দুটি গ্রামের অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে। এখনও ৪০ জন নিখোঁজ আছে। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, রাজধানী নাইরোবি থেকে ১৯০ কিলোমিটার উত্তর-পশ্চিমের নাকুরু জেলায় বুধবার এ ঘটনা ঘটে। ওই জেলার রিফ্ট উপত্যকায় বাণিজ্যিকভাবে ফুলের চাষ হয়। সেখানকার একটি পাহাড়ে গোলাপ ফুলের বাগানের জন্য কৃত্রিম বাঁধ দিয়ে পানি সংরক্ষণ (জলাধার) করা হয়েছিল। কিন্তু গত কয়েকদিনের বৃষ্টির কারণে বুধবার হঠাৎ করে বাঁধটি ভেঙে যায়। এতে আশপাশের দুটি গ্রাম প্লাবিত হয় এবং মানুষসহ সব কিছু ভেসে যায়। প্রতিবেদনে বলা হয়েছে, বাঁধটি যখন ভেঙে যায় তখন স্থানীয়রা রাতের খাবার খাচ্ছিল। দেশটিতে অন্তত সাড়ে তিন হাজার একর জমিতে বাণিজ্যিকভাবে ফুলের চাষ করা হয়। যা দিয়ে নেদারল্যান্ডস ও জার্মানি তথা ইউরোপের ফুলের চাহিদা মেটে। স্থানীয় পুলিশ প্রধান জাফেত কিওকো বলেছেন, এ পর্যন্ত ৪৭ জন নিহতের খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। আমরা এখনও উদ্ধার অভিযান চালাচ্ছি। নাকুরুর গভর্নর লী কিনিয়াজুই টুইটারে বলেছেন, আরও ৪০ জন লোক নিখোঁজ রয়েছে। পূর্ব সতর্কতা হিসেবে পার্শ্ববর্তী আরেকটি জলাধার থেকে পানি সরিয়ে ফেলার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App