×

পুরনো খবর

বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তাব দিয়েছে অস্ট্রেলিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০১৮, ০১:৫৫ পিএম

বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তাব দিয়েছে অস্ট্রেলিয়া
এ বছরের আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে দুই টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। আজ বুধবার অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড (সিএ) বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ বাতিল করেছে। অর্থনৈতিকভাবে লাভজনক হবে না এই কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে আলোচনা করেই সিরিজ বাতিল করেছে সিএ। এর বদলে ২০১৯ সালে অস্ট্রেলিয়াতে টি- টোয়েন্টি সিরিজের প্রস্তাব দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে। বাংলাদেশ প্রথম ও এখন পর্যন্ত শেষবারের মত অস্ট্রেলিয়ায় টেস্ট সফরে গিয়েছিল ২০০৩ সালে। গত বছর বাংলাদেশে দুই টেস্টের সিরিজ খেলতে এসেছিল অজিরা। সিরিজটি ১-১ এ ড্র হয়েছিল। অস্ট্রেলিয়া সফরে গেলে বাংলাদেশ ম্যাচ খেলত উত্তর অস্ট্রেলিয়ায়। ঐতিহাসিকভাবেই আগস্ট-সেপ্টেম্বরে ওই অঞ্চলে টেস্টের দর্শক পাওয়া যায় না। তাছাড়া টিভি সম্প্রচারকরাও ফুটবল মৌসুমের মাঝে এই সিরিজটি সম্প্রচারে আগ্রহী ছিলেন না। তাই দুই বোর্ডের সমঝোতাতেই সফরটি বাতিল হয়েছে বলে জানিয়েছেব সিএ'র একজন মুখপাত্র, 'ক্রিকেট অস্ট্রেলিয়া ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পারস্পরিক সমঝোতার মাধ্যমেই আইসিসি'র এফটিপিতে আগস্টে বাংলাদেশের সফর বাতিল করা হয়েছে।' তবে বাংলাদেশকে একেবারে বঞ্চিত করতে চায় না অস্ট্রেলিয়া। তাদের মাটিতেই ২০২০ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে। এর প্রস্তুতির জন্য এবং টাইগারদের অস্ট্রেলিয় কন্ডিশনে খাপ খাওয়াতে সাহায্য করার জন্য ২০১৯ সালে টি-টুয়েন্টি সিরিজ আয়োজন করতে চায় সিএ। এটি ত্রিদেশীয় টুর্নামেন্টও হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App