×

পুরনো খবর

পর্যটকবাহী হাউজবোটে গোপন ক্যামেরা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৩, ০১:১৫ পিএম

পর্যটকবাহী হাউজবোটে গোপন ক্যামেরা!
পর্যটকবাহী হাউজবোটে গোপন ক্যামেরা!
পর্যটকবাহী হাউজবোটে গোপন ক্যামেরা!

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পর্যটকবাহী হাউজবোট (নৌকার) ওয়াশরুমে (প্রক্ষালন কক্ষ) ধারণকৃত ক্যামেরা পর্যটকদের কাছে ধরা পড়েছে। এমন ন্যাক্কারজনক ঘটনাটি নিয়ে টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে আসা পর্যটকদের মধ্যে অসন্তোষ প্রতিফলিত হয়েছে। এমনকি উপজেলা সদরের সাধারণ মানুষের মধ্যেও উত্তেজনা দেখা দিয়েছে।

সোমবার (৩ জুলাই) দুপুরে উপজেলার স্বপ্ন হাউজবোট নামে পর্যটকবাহী একটি হাউজবোটে এমন ঘটনা ঘটেছে।

[caption id="attachment_444709" align="aligncenter" width="720"] গোপন ক্যামেরা[/caption]

হাউজবোটে থাকা পর্যটক সাজিদুর রহমান বলেন, টাঙ্গুয়ার হাওরে ভ্রমণ করার জন্য স্বপ্ন হাউজবোটে আমরা উঠি। হাউজবোটের ওয়াশ রুমে গেলে একটি কাপড়ের টুকরো আমার চোখে পড়ে। তখন আমার সন্দেহ হয়। কাপড়ের মধ্যে লুকানো গোপন ক্যামেরা থাকায়। আমার সন্দেহটা বাস্তবেই প্রমাণিত হলো।

হাউজবোটের দায়িত্বরত মোহাম্মদ সোহেল আহমদ বলেন, আমি হাউজবোটে ছিলাম না। বিষয়টি শুনে ঢাকা থেকে এসেছি। এই ঘটনাটি সত্যতা পেলে আমরা ব্যবস্থা নেবো। নাম প্রকাশে অনিচ্ছুক নারী পর্যটক বলেন, এটি নারী পর্যটকদের জন্য বিপদজনক। এর সাথে জড়িতদের আইনের আওতায় আনা হউক।

তাহিরপুর উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি ভোরের কাগজকে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক এবং স্পর্শকাতর। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App