×

পুরনো খবর

চট্টগ্রামে পর্যটন স্পটগুলোতে ভিড়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৩, ০৯:২৫ পিএম

চট্টগ্রামে পর্যটন স্পটগুলোতে ভিড়

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে উৎসুক পর্যটকদের ভিড়। ছবি: ভোরের কাগজ

সাড়া ফেলেছে বিআরটিসির পর্যটন বাস

রোদ-বৃষ্টির খেলা, ভ্যাপসা গরম এসবের কোন কিছুই কিন্তু চট্টগ্রামের ভ্রমন পিয়াসু মানুষদেরকে ঘরে আটকে রাখতে পারেনি। পতেঙ্গা সমুদ্র সৈকত, আনোয়ারায় পারকি সমুদ্র সৈকত, সীতাকুণ্ডের গুয়াখালী সবুজ সৈকত, ফয়’সলেক পর্যটনকেন্দ্র, চিড়িয়াখানাসহ বিভিন্ন স্থানেই লোকজন ছুটেছেন এই ঈদের ছুটির ফাঁকে। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বিআরটিসির পর্যটন বাসগুলোও বেশ সাড়া ফেলেছে এর মধ্যে পর্যটন প্রেমীদের কাছে।

ঈদের ছুটিতে বরাবরের মতো এবারও বিনোদন প্রেমীদের আগ্রহের শীর্ষে চট্টগ্রামের ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক। লেকের শেষ প্রান্তে আছে পানির রাজ্যে বিচরণের রোমাঞ্চকর স্থান ‘সি ওয়ার্ল্ড’ বিকেলে হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে।

এছাড়া সার্কাস সুইং, বাম্পার কার, বাম্পার বোট, ফ্যামিলি রোলার কোস্টার, জায়ান্ট ফেরিস হুইল, ড্রাই স্লাইড, ফ্যামিলি ট্রেইন, প্যাডেল বোট, ফ্লোটিং ওয়াটার প্লে, পাইরেট শিপের মতো মজাদার সব রাইড উপভোগ করছেন শিশুরা। এবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দর্শনার্থীদের ‘সাধ ও সাধ্যের সমন্বয়’ ঘটাতে বিশেষ প্যাকেজ ঘোষণা দিয়েছে আগেভাগেই।

আরো পড়ুন: বিআরটিসির পর্যটন বাস চট্টগ্রামে জনপ্রিয়

ফয়’সলেক এলাকায় অবস্থিত অপর এক বিনোদনকেন্দ্র চট্টগ্রাম চিড়িয়াখানায়ও শুক্রবার বিকেলে রীতিমতো মানুষের ঢল নামে। চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ জানিয়েছেন, সন্ধ্যা পর্যন্ত ১০ হাজারের মতো দর্শনার্থী চিড়িয়াখানায় প্রবেশ করেছেন। বৃষ্টিপাত না থাকলে এক সপ্তাহ ধরে প্রতিদিন ১০-১২ হাজার দর্শনার্থীর সমাগম হবে বলে তাদের ধারণা। চিড়িয়াখানায় বর্তমানে প্রায় ৭৩ প্রজাতির ছয় শতাধিক পশুপাখি আছে। সাদা, বাঘ, সিংহ, ক্যাঙারু, ওয়াইল্ড বিস্ট- বৈচিত্র্যময় প্রাণীর সম্ভার এবার চিড়িয়াখানায়।

সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শন করেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। কিউরেটর শুভ জানান, মন্ত্রী পুরো চিড়িয়াখানা ঘুরে দেখেন। সার্বিক পরিবেশ ও দর্শনার্থীর বিপুল সমাগম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এদিকে, নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত, নেভাল, আউটার রিং রোডসহ আশপাশের স্পটগুলোতেও দুপুরের পর থেকে লোকজন জড়ো হতে শুরু করেন। শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রাইভেট কার, মাইক্রোবাসে চড়ে লোকজন জড়ো হতে থাকেন সৈকতে। পানিতে দাপাদাপি, সৈকতে বসে গলা ছেড়ে গান গাওয়া, গরম পিঁয়াজু-কাঁকড়া ভাজি, ডাব, আনন্দের কমতি নেই!

মেরিন ড্রাইভ সড়কে জেলা প্রশাসনের ফ্লাওয়ার পার্ক, নগরীর পতেঙ্গায় বাটারফ্লাই পার্ক, কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাট, কাজির দেউড়ি শিশু পার্ক, বহদ্দারহাট স্বাধীনতা পার্ক, আগ্রাবাদে কর্ণফুলী শিশু পার্ক, হালিশহর ও সীতাকুণ্ডে গুলিয়াখালী সাগরতীর, মীরসরাইয়ে মহামায়া লেক, আনোয়ারায় পারকি সমুদ্র সৈকতেও শুক্রবার লোকজন বেড়াতে গেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App