×
Icon এইমাত্র
ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ফাঁকি মামলার শুনানি চলছে

পুরনো খবর

অ্যান্ড্রয়েড পি এর নতুন ফিচার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০১৮, ০৪:৩২ পিএম

অ্যান্ড্রয়েড পি এর নতুন ফিচার
গুগল আইও ডেভেলপার সম্মেলনে আনুষ্ঠানিকভাবে মোবাইল অপারেটিং সিস্টেম ‘অ্যান্ড্রয়েড পি’ উন্মোচন করা হয়েছে।নতুন ওএসটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ও মেশিন লার্নিংয়ের ওপর জোর দিয়েছে গুগল। এছাড়া, ফিচারে থাকছে অ্যাডাপ্টিভ ব্যাটারি ও ব্রাইটনেস, অ্যাপ অ্যাকশনস ও স্লাইসসহ আরও অনেক কিছু। অ্যাডাপ্টিভ ব্যাটারি নতুন এই ফিচার অধিক ব্যবহৃত অ্যাপের জন্য ব্যাটারি বাঁচিয়ে রাখবে। ফিচারটি ব্যাটারি ক্ষমতা কিছুটা ধরে রাখবে, যাতে আরও বেশি সময় ধরে স্মার্টফোনটি সচল থাকে। অ্যাডাপ্টিভ ব্রাইটনেস ব্যবহারকারী ভিন্ন ভিন্ন সেটিংসে কতটুকু ব্রাইটনেস রাখছেন তা মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে শিখে নেবে অ্যাডাপ্টিভ ব্রাইটনেস। সে অনুপাতেই ফিচারটি ফোনের ব্রাইটনেস অ্যাডজাস্ট করবে। অ্যাপ অ্যাকশনস কোন কাজের পর কোন কাজটি করা জরুরি তা আগেই বুঝতে পারবে অ্যাপ অ্যাকশনস ফিচারটি। যেমন ফোনে গান শোনার জন্য যদি হেডফোন যুক্ত করা হয় তাহলে আগের বার ব্যবহারকারী যে গান শুনছিলেন তা স্ক্রিনে ভেসে উঠবে। স্লাইসেস যে অ্যাপগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেগুলোর ব্যাপারে আরও বিস্তারিত তথ্য দেবে স্লাইসেস। যেমন গুগলে গিয়ে যদি কেউ ‘লিফট’ (উবারের মতো রাইডিং শেয়ারিং প্ল্যাটফর্ম) লিখে সার্চ দেয় তাহলে আগের বার ট্রিপ নেওয়া স্থানের সম্ভাব্য ভাড়া ও যাতায়াতের সময় দেখাবে ফিচারটি। ডিজাইনে পরিবর্তন অ্যান্ড্রয়েড পি এর কল্যাণে ডিভাইসের ইউজার ইন্টারফেইসেও আসবে পরিবর্তন। হোমস্ক্রিনে হালকা সোয়াইপ করলেই পূর্বে ভিজিট করা বিভিন্ন পেইজ আসবে। এতে আলাদা করে আর অ্যাপে বা ব্রাউজারে ঢুকে পেইজ খুলতে হবে না। দ্বিতীয় বার সোয়াইপ করলে সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপগুলো গুগল সার্চবারের নিচে প্রদর্শিত হবে। কোন অ্যাপ বা সাইটগুলো বেশি ব্যবহৃত হয় তা শনাক্ত করার কাজটি করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। এছাড়াও, নতুন রূপে আসছে কুইক সেটিংস, স্ক্রিনশট এডিট, ভলিউম কন্ট্রোল ও সহজে অ্যাপ নোটিফিকেশন ম্যানেজমেন্টের সুবিধা। ডিজিটাল ওয়েলবিং ড্যাশবোর্ড নামে আরেকটি ফিচার আনছে গুগল। এতে ব্যবহারকারী তার ফোনে কতো সময় ব্যয় করলেন তা দেখা যাবে। এছাড়াও, থাকছে অ্যাপ টাইমার নামে একটি ফিচার। কোন অ্যাপে কতো সময় ব্যয় হলো তা এই ফিচারে জানা যাবে। ডু নট ডিস্টার্ব মোড ফিচারে থাকছে ফোন কল ও নোটিফিকেশন সাইলেন্ট করার সুবিধা। ওয়াইন্ড ডাউন নামে অন্য একটি ফিচারে থাকছে ফোনের আলো কমানোর অপশন। যেসব ডিভাইসে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড পি বেটা অ্যান্ড্রয়েড পি এর বেটা সংস্করণটির পরীক্ষা চালানো হবে সনি এক্সপেরিয়া এক্সজেড২, শাওমি এমআই মিক্স ২এস, নকিয়া ৭ প্লাস, অপ্পো আর১৫ প্রো, ভিভো এক্স২১, ওয়ানপ্লাস ৬ ও এসেনশিয়াল পিএইচ১ ফোনে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App