×

পুরনো খবর

যুক্তরাষ্ট্রে চীনের গোপন পুলিশ স্টেশন, গ্রেপ্তার ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩, ০৯:৪৫ এএম

যুক্তরাষ্ট্রে চীনের গোপন পুলিশ স্টেশন, গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে চীনের গোপন ‍পুলিশ স্টেশন চালানোর অভিযোগে নিউইয়র্কে বসবাসরত দুইজনকে গ্রেপ্তার করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন- ব্রঙ্কসের লু জিয়ানওয়াং (৬১) এবং ম্যানহাটনের চেন জিনপিং (৫৯)। লু এবং চেন দুইজনই মার্কিন নাগরিক। তারা চীনের ফুজিয়ান প্রদের একটি এনজিও পরিচালনা করেন।

সোমবার (১৭ এপ্রিল) ফেডারেল প্রসিকিউটর এ তথ্য প্রকাশ করে। এছাড়া যুক্তরাষ্ট্রে চীনের ভিন্ন মতাবলম্বীদের টার্গেট করে ভয় দেখানোর কারণে পলাতক আরোও ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। খবর রয়টার্সের

ব্রুকলিনের চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের (এমপিএস) প্রসিকিউটররা বলেন, মার্কিন কর্তৃপক্ষকে না জানিয়ে চীনের এজেন্ট হিসেবে গুপ্তচরবৃত্তি এবং ন্যায়বিচারে বাধা দেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App