×

পুরনো খবর

বিএনএস গ্রুপের চেয়ারম্যান বুলু কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ০৬:১৫ পিএম

বিএনএস গ্রুপের চেয়ারম্যান বুলু কারাগারে

মঙ্গলবার উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ জামিন আবেদনটি নামঞ্জুর করে বুলুকে কারাগারে পাঠানোর আদেশ দেন

রাজধানীর বনানী থানায় দায়ের করা মানি লন্ডারিং আইনের মামলায় বিএনএস গ্রুপের চেয়ারম্যান এম এন এইচ বুলুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৬ নভেম্বর) আইনজীবীর মাধ্যমে আদালতে  আত্মসমর্পণ করে তার বিরুদ্ধে করা মামলায় জামিন চেয়ে আবেদন করেন বুলু। তার আইনজীবী ওয়ালিউল ইসলাম সজীব এ জামিনের শুনানী করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে তার জামিনের বিরোধিতা করা হয়। পরে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ জামিনের আবেদনটি নামঞ্জুর করে বুলুকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিষয়ে সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, বুলুর ভাই আমির হোসেন মধ্যপ্রাচ্যে কৃষিপণ্যের ব্যবসা করতেন। সেখানে বুলুর সহযোগী প্রতিষ্ঠান আমির ফুড প্রডাক্টস লিমিটেডের নামে ভুয়া কাগজপত্র দেখিয়ে ৯৯ লাখ টাকার পণ্য পাঠানো হয়। সেখান থেকে ১২ লাখ টাকা হুন্ডির মাধ্যমে বুলুর ব্যাংক হিসাবে জমা হয়।

এ ঘটনায় ২০২০ সালের ১৩ আগস্ট সিআইডির পরিদর্শক হারুন উর রশিদ বাদী হয়ে বিএনএস গ্রুপের চেয়ারম্যান এম এন এইচ বুলুর বিরুদ্ধে বনানী থানায় মানি লন্ডারিং আইনে মামলাটি করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App