×

চিত্র বিচিত্র

জুতা পরে হাঁটলেই হবে মোবাইলে চার্জ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৩, ০৭:১৫ পিএম

জুতা পরে হাঁটলেই হবে মোবাইলে চার্জ

ছবি: সংগৃহীত

মোবাইলে চার্জ নেই? হাতের কাছে চার্জার নেই? তবে চিন্তার কিছু নেই। এবার স্মার্ট জুতার মাধ্যমে মোবাইলে চার্জ দিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান বিভাগের হুগলি জেলার চন্দননগরের স্কুলছাত্র সৌভিক শেঠ।

তার বানানো জুতা পরে হাঁটলে পায়ের চাপে উৎপন্ন হবে বিদ্যুৎ। আর সেই বিদ্যুৎ দিয়েই চার্জ হবে মোবাইল। চন্দননগর বারাসত দে পাড়ার বাসিন্দা সৌভিক। পড়ে কানাইলাল বিদ্যামন্দিরে। সে তার বাড়িতে পড়ার টেবিলকে রীতিমতো ছোটখাটো গবেষণাগারে পরিণত করেছে। আর এই গবেষণা চালাতে গিয়ে তৈরি করে ফেলেছে একটি স্মার্ট জুতা। খবর সংবাদ প্রতিদিনের।

এদিকে বিদ্যালয়ের বিজ্ঞান প্রদর্শনীতে সাড়া ফেলেছে সৌভিকের তৈরি স্মার্ট জুতা। এই জুতোর বিশেষত্ব হলো হাঁটলে পায়ের চাপে বিদ্যুৎ উৎপন্ন হয়। সেই বিদ্যুৎ দিয়ে অনায়াসে মোবাইল চার্জ করা যাবে। সৌভিক জানায়, এই জুতায় শুধু মোবাইল চার্জ নয়, ওয়াকিটকি এমনকি ড্রোনও চার্জ দেওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App