×

জাতীয়

মুহিবুল্লাহর খুনিদের বিচার করা হবে: পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২১, ১১:২৪ এএম

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর খুনিদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, মুহিবুল্লাহ নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে চেয়েছিলেন। আর সেই কারণে কিছু স্বার্থান্বেষী মহল তাকে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে  কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না।

গত ২৯ সেপ্টেম্বর রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর ১ অক্টোবর তার ছোটভাই হাবিবুল্লাহ অজ্ঞাত কয়েকজন ব্যক্তিকে আসামী করে কক্সবাজারের উখিয়ায় মামলা করেন। মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে একজনকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App