×

জাতীয়

জব্দ পাসপোর্ট ফেরত পেলেন না সাংবাদিক রোজিনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৭:০৭ পিএম

জব্দ পাসপোর্ট ফেরত পেলেন না সাংবাদিক রোজিনা

ফাইল ছবি

শাহবাগ থানায় দায়ের করা অফিসিয়াল সিক্রেটস আইনের মামলায় জব্দ হওয়া পাসপোর্ট ও অন্য জিনিসপত্র চেয়ে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রবিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবু সিদ্দিক শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে গত ২৩ মে এ মামলায় পাসপোর্ট জমা দেওয়ার শর্তে ও ৫ হাজার টাকা মুচলেকায় রোজিনার জামিন আবেদন মঞ্জুর করেছিলেন আদালত। এরপর জব্দ হওয়া পাসপোর্ট ফিরে পেতে গত ১৫ সেপ্টেম্বর আদালতে আবেদন করেন তার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার। আদালত মামলার তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে এ বিষয়ে শুনানির জন্য রবিবার দিন ধার্য করেন। গত ১৭ মে অনুমতি ছাড়া মোবাইল ফোনে সরকারি গুরুত্বপূর্ণ নথির ছবি তোলা এবং আরও কিছু নথি লুকিয়ে রাখার অভিযোগে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কয়েক ঘণ্টা রোজিনা ইসলামকে আটকে রাখা হয়। এরপর ওইদিন রাত ৯টার দিকে তাকে শাহবাগ থানায় হস্তান্তরসহ মামলা দায়ের করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে মামলাটি করেন স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব ডা. মো. শিব্বির আহমেদ উসমানী। এ মামলায় পরদিন ১৮ মে রোজিনা ইসলামকে আদালতে হাজির করে পুলিশ ৫ দিনের রিমান্ড চায়। কিন্তু তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এইচএ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App