×

জাতীয়

বিপুল পরিমাণ রিয়ালসহ শাহজালালে আটক এক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২১, ১২:১১ এএম

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ সৌদি রিয়াল জব্দ করেছে এভিয়েশন সিকিউরিটি ফোর্স (এভসেক)। সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে গার্মেন্টস সামগ্রী বলে সিংগাপুরে একটি চালান পাঠানোর সময় এসব রিয়েলের সন্ধান মেলে। এ ঘটনায় মো. হাসান আলী নামে একজনকে আটক করা হয়েছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গার্মেন্টস সামগ্রীর একটি চালান সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল। চালানটির ফ্রেইটার হচ্ছে স্টার এক্সপ্রেস লাইন নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান সংশ্লিষ্ট মো. হাসান আলী নামে ওই ব্যক্তি গার্মেন্টস সামগ্রীর চালান বিমানবন্দরে দিতে এসেছিলেন। নির্বাহী পরিচালক আরো বলেন, বিমানবন্দরের রফতানি কার্গো ভিলেজ এলাকায় সিকিউরিটি স্ক্যানিংয়ের সময় চালানটিতে থাকা বাক্সের ভেতর একটি লাল ব্যাগে রিয়ালের অস্তিত্ব পাওয়া যায়। পড়ে তা খুলে দেখা যায় কার্বন দিয়ে ৫০০ রিয়ালের নোটগুলো মোড়ানো ছিল। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত নোটগুলোর গণনা চলছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App