×

জাতীয়

রাজশাহীতে দুই বাসের সংঘর্ষে ২জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৪৩ এএম

রাজশাহীতে দুই বাসের সংঘর্ষে ২জন নিহত
দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার কামারপাড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম ফারুক হোসেন (৩০)। তিনি একটি বাসের চালক ছিলেন। গোদাগাড়ী উপজেলার কুঠিপাড়া গ্রামে তার বাড়ি। বাবার নাম আতাউর রহমান। গোদাগাড়ী থানার পরিদর্শক আলতাফ হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, সকালে একতা ট্রান্সপোর্টের একটি বাস ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। গোদাগাড়ী পৌরসভার কামারপাড়া বাজারে আসার পর বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ‘অনিক পরিবহন’ নামে রাজশাহীগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই অনিক পরিবহনের চালক ফারুক হোসেন মারা যান। নিহত অপর ব্যক্তিও এই বাসের যাত্রী। তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় বাস দুটি থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তিনি জানান, দুর্ঘটনার পর সড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। সড়ক থেকে দুর্ঘটনা কবলিত বাস দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। ময়নাতদন্ত শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান পুলিশ পরিদর্শক আলতাফ হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App